'বর্তমান জুট কমিশনার দুর্নীতিগ্রস্থ', কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন অর্জুন সিং
Connect with us

রাজনীতি

‘বর্তমান জুট কমিশনার দুর্নীতিগ্রস্থ’, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন অর্জুন সিং

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জুট কর্পোরেশনের দুর্নীতির কারণে এবার ধ্বংসের মুখে পাট শিল্প। এই বিষয়ে এবার সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর হস্তক্ষেপ দাবি করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বারাকপুরের BJP সাংসদ Arjun Singh।

বুধবার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে বারাকপুরের সাংসদ বলেন, ”জুট কর্পোরেশনের দুর্নীতির কারণে পাট শিল্প ধ্বংসের মুখে। যে বারাকপুরকে উত্তর ২৪ পরগণার শিল্পাঞ্চল বলা হত সেই বারাকপুরে এখন মাত্র ১৭টা জুটমিল চালু রয়েছে। দিন-দিন যেভাবে পাট শিল্প ধ্বংসের দিকে এগোচ্ছে তাতে এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও বিহার,ওড়িশার মুখ্যমন্ত্রীদেরও সরব হওয়া দরকার। শুধু তাই নয়, ধারাবাহিক ভাবে পাট শিল্পকে ধ্বংসের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, ”বর্তমান জুট কমিশনার মলয় চক্রবর্তী প্লাস্টিক লবির কাছের লোক। আমি আজই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখব। ইতিমধ্যে ১৪ কারখানা বন্ধ হয়েছে আরও ১০টি বন্ধ হবে। ২ কোটি মানুষ এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বর্তমান জুট কমিশনার দুর্নীতিগ্রস্থ। বাংলার মুখ্যমন্ত্রী ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে যোগাযোগ করন। ”

Advertisement

আরও পড়ুন: আনিস খান হত্যাকাণ্ডে রাজ্যের রিপোর্ট নিয়ে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর

Arjun Singh বলেন, ”আমি দলের বিরুদ্ধে কাজ করছি না। যদি আমার সঙ্গে কেউ না আসে তাহলে আমি একলা চলব। আমি একাই এই বিষয় নিয়ে ধর্নায় বসব। ক্ষতি করে আর কতদিন চলবে জুটমিল? পাটশিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমি মানতে পারছি না। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হোক। এছাড়াও এদিন তিনি প্রশ্ন তোলেন ১৩ ডিসেম্বর মিনিটসের বৈঠকের বিষয়টি সামনে আসুক। গত ১৩ ডিসেম্বর আমি আর লকেট জুট কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছি। প্রতি টনে আড়াই থেকে তিন হাজার টাকা ক্ষতি হচ্ছে। এভাবে চলতে পারে না।”

আরও পড়ুন: ঝাড়গ্রাম থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার দম্পতি

Advertisement

তিনি বলেন, ”এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছি, তিনি যাতে দ্রুত বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকেও অনুরোধ করেছি বিষয়টি দেখার। শুধু তাই নয়, যেভাবে পাট শিল্প ধ্বংসের পথের দিকে এগোচ্ছে তাতে বিষয়টি গুরুত্ব সহকারে বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এরও দেখার দরকার”।