রাজনীতি
বিধানসভায় বেনজির বিক্ষোভ, রাজ্যপালকে ‘ধন্যবাদ’ জানাতে রাজভবনে মমতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের (West Bengal Assembly Session 2022) প্রথম দিনেই বিজেপি (BJP)বিধায়কদের বিক্ষোভের মুখে নমঃনমঃ করে বাজেট পড়ে বিধানসভা ছাড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস এবং জোড় করে ভোট করানোর অভিযোগ তুলে এদিন প্রায় এক ঘণ্টা বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা।
শুধু তাই নয়, অধিবেশন শুরু করার জন্য সকল বিধায়কদের শান্ত থাকার অনুরোধ জানান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও সেসবের কিছুতেই কর্ণপাত না করে লাগাতার তৃণমূল সরকারের বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা।
এদিকে বিধানসভায় ভোট লুঠ নিয়ে তৃণমূল সরকারকে তুলোধনা করেন বিজেপি বিধায়করা। প্লাকার্ড হাতে নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। এদিন বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ”ভোট লুঠ করেছে তৃণমূল। জোড় করে গুন্ডাদের নিয়ে ভোট করানোর” মতো অভিযোগও তোলেন তিনি। এছাড়াও রাজ্যপালের লিখিত বক্তব্য মুখ্যমন্ত্রীর মস্তিক প্রসূত বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)।
আরও পড়ুন: ‘আমার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল’, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, নজিরবিহীন ভাবে বিধানসভায় লিখিত বক্তব্যের প্রথম ও শেষ পাতা পড়েই বিধানসভা ছেড়ে বেরিয়ে যান রাজ্যপাল। এদিকে এই ঘটনার পর রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর এভাবে রাজ্যপালকে ধন্যবাদজ্ঞাপন এবং রাজভবনে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে অন্য জল্পনা। তাহলে কি ধীরে-ধীরে গলছে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপালের সংঘাতের পাহাড়?