বাংলার খবর
রাস্তায় চপ ভাজলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাঁকুড়ায় বিজেপির দুই সাংগঠনিক জেলা সভাপতি পদে ‘নতুন মুখ’ আনার পর থেকেই জেলায় একের পর এক বিধায়ক প্রকাশ্যে ‘বিদ্রোহ’ করেছেন। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, সর্বভারতীয় সভাপতিকে চিঠি দেওয়ার পাশাপাশি ওন্দার বিধায়ক অমরনাথ শাখা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ত্যাগ করতে চেয়ে সংশ্লিষ্ট আবেদন করেছেন।
এই সব খবরের মাঝেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা শনিবার তাঁর কানকাটার বাড়ির সামনে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’য় চপ ভাজতে শুরু করলেন। আর সঙ্গে সঙ্গেই বিধায়কের নতুন দোকানের সামনে খদ্দেরও জুটে গেল। এই সব দেখে-শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, নীলাদ্রি শেখর দানাও কি এবার পদ্ম শিবির ছেড়ে ঘাস ফুল শিবিরে যাওয়ার চেষ্টা করছেন? তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর এক সময়ের বহু চর্চিত বক্তব্যকে মান্যতা দিয়ে এভাবেই প্রকাশ্যে নিজের দলের বিরোধীতা করে শাসক ঘনিষ্ট হওয়ার চেষ্টা করছেন! যদিও বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এইসব জল্পনা উড়িয়ে দিয়েছেন।
তাঁর দাবি, ‘রাজ্য সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই। অস্থায়ী কর্মীদের দিয়ে সরকারী দফতর গুলো চলছে। রাজ্যে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে।’ এদিন এই চপ ভাজার বিষয়টি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ‘সম্মান জানিয়ে’ ‘প্রতিকী প্রতিবাদ’ কর্মসূচী বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা বিজেপির নেতা, কর্মীরা কাটমানি, তোলাবাজি করতে পারব না। তাই অসহায় বেকার যুবক যুবতীদের বলব, এইভাবে চপ ভেজেই রোজগার করুন।’ একই সঙ্গে তাঁর নিজের অসহায়তার কথাও জনমানসে এভাবে তুলে ধরছেন বলে তিনি জানান। এই বিষয়ে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিজেপি বিধায়ক সংবাদমাধ্যমের সামনে আসার জন্য কাতর হয়ে রয়েছেন। বিজেপির কেন্দ্রীয় সরকার বছরে দু’কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ।