বাংলার খবর
বিধানসভায় গেরুয়া আবির খেলায় মাতলেন BJP বিধায়করা, বিলি করা হল লাড্ডু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের পাঁচ রাজ্যের বিধানসভার ফল বেরোতেই পঞ্জাব বাদে চার রাজ্যেই গেরুয়া সুনামি। যাবতীয় জল্পনা-কল্পনায় জল ঢেলে পাশা উল্টে উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে গেরুয়া ঝড়। বিপুল ভোটে জিতে ফের কুর্শি দখল করতে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বাঁধভাঙা উচ্ছ্বাস সব জায়গাতেই।
তবে শুধু উত্তরপ্রদেশ বা গোয়া নয়। চার রাজ্যে বিজেপি বিপুল ভোটে জয়ী হওয়ায় তার রেশ এসে পড়েছে বাংলাতেও (West Bengal News)। এদিন বিজেপির এই বিপুল জয়ে উৎসাহিত বঙ্গ বিজেপি (BJP)। বৃহস্পতিবার বিধানসভাতেই বিজেপি বিধায়করা গেরুয়া আবির খেললেন পরস্পরের সঙ্গে। বিতরণ করলেন লাড্ডু। রীতিমতো অকাল হোলি শুরু হয়ে যায় বিধানসভায় (WB Assembly)। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেক কেটে বিজেপির এই জয় উদযাপন করেন। তৃণমূল-বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত হয়ে উঠল বিধানসভা চত্বর। তৃণমূল বিধায়কদের দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান তুললেন বিজেপি বিধায়করা। পালটা ‘জয় বাংলা’ স্লোগান দিলেল তৃণমূলের বিধায়করা
আরও পড়ুন: ‘আমরা লাড্ডু খাব, ওনারা লজেন্স খাবেন’: দিলীপ ঘোষ
এদিকে উত্তরপ্রদেশ (Uttarpradesh) সহ চার রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বসিত বাংলার বিজেপির নেতামন্ত্রীরা। এদিন তৃণমূলের ফল প্রসঙ্গে বলতে গিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাঁচ রাজ্যের ভোটের ফল বেরোতেই এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরপ্রদেশ গিয়ে উল্টো পাল্টা হিন্দি বলে ওখানে অখিলেশের দোকান বন্ধ করে দিয়েছেন।”
আরও পড়ুন: নির্দল বিধায়কদের সমর্থনে গোয়ায় সরকার গঠনের পথে BJP,খাতা খুলতে ব্যর্থ তৃণমূল
অন্যদিকে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা শুরু হতেই গেরুয়া ঝড়ের আভাস উঠতে থাকে। বেলা গড়াতেই উৎসবের আঁচ ছড়িয়ে পড়ে হুগলি জেলায়। গেরুয়া আবিরে আগাম হোলি,বাজনা নিয়ে মিছিল আর পথ চলতি মানুষকে লাড্ডু খাওয়ালেন জেলার বিজেপি নেতাকর্মীরা। শুধু তাই নয়, এদিন হুগলি সাংগঠনিক জেলা সদর দফতর চুঁচুড়া তিন নং গেট থেকে মিছিল শহর প্রদক্ষিণ করে।