দেশের খবর
সোফিয়া কুরেশিকে নিয়ে কটাক্ষকারী বিজেপি মন্ত্রীর অপসারণ দাবি, মোদির দ্বারস্থ পরিবার

‘সোফিয়া সেনার কন্যা’—এই পরিচয়েই গোটা দেশ যাঁকে চেনে, সেই কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবার সরব হল তাঁর পরিবার। অবিলম্বে বিজেপি মন্ত্রী বিজয় শাহের অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়েছে কুরেশি পরিবার।
মধ্যপ্রদেশের ছত্তরপুরের বাসিন্দা এবং কর্নেল সোফিয়া কুরেশির ভাই বান্টি সুলেমান বলেন, “সোফিয়া শুধু আমাদের কন্যা নন, গোটা ভারতের গর্ব। সেনাবাহিনীর হয়ে দেশের জন্য তিনি যে দায়িত্ব পালন করেছেন, তাতে এই ধরনের কুমন্তব্য মেনে নেওয়া যায় না।”
প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ, যা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই সফল অপারেশনের বিবরণ দিতে সাংবাদিক সম্মেলনে হাজির হন সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং।
এরপরেই সোফিয়ার ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের জনজাতি উন্নয়নমন্ত্রী বিজয় শাহ। তিনি বলেন, “জঙ্গিরা আমাদের হিন্দু ভাইদের ধর্ম দেখে খুন করেছে। তাই মোদিজি তাঁদের সম্প্রদায়েরই একজন—ওদের বোনকেই পাঠিয়েছেন ওদের শিক্ষা দিতে।” যদিও সরাসরি নাম না করে এই মন্তব্যে ইঙ্গিত ছিল সোফিয়ার দিকেই।
সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রবল ক্ষোভ। সুপ্রিম কোর্টও ওই মন্তব্যের জন্য বিজয় শাহকে তিরস্কার করেছে, এবং তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করেছে।
এবার প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে চিঠি দিয়ে সরাসরি বিজয় শাহকে মন্ত্রীপদ থেকে অপসারণের দাবি জানালো কুরেশি পরিবার। সোফিয়ার পরিবারের মতে, “এটা শুধুই ব্যক্তিগত আঘাত নয়—ভারতীয় সেনার ভাবমূর্তিকেও কলঙ্কিত করার চেষ্টা।”
মধ্যপ্রদেশ বিজেপি নেতারা ইতিমধ্যেই সোফিয়ার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছেন, এই বিষয়ে দলীয় স্তরে পদক্ষেপ নেওয়া হবে। তবে সোফিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—মোদিজির মতো এক সেনাপ্রেমী প্রধানমন্ত্রীর কাছে তাঁরা সুবিচারের আশায় চিঠি পাঠিয়েছেন।