বাংলার খবর
‘যিনি এতদিন চড়াম চড়াম-গুড় বাতাসার কথা বলতেন তিনি আজ অক্সিজেনে’, কটাক্ষ শুভেন্দুর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ”এখন চোর ধরা চলছে, চোর ধরো জেল ভরো। সব চোর একে একে ঢুকবে।” শুক্রবার নন্দীগ্রামে বাসন্তী পুজোর উদ্বোধন করতে গিয়ে এমনি মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
একই সঙ্গে এদিন তিনি অনুব্রত মণ্ডলের নাম করে তাঁকে কটাক্ষ করে বলেন, ”যিনি এতদিন চড়াম চড়াম-গুড় বাতাসার কথা বলতেন তিনি আজ অক্সিজেনে। সময় আসছে একে একে সব চোর শ্রীঘরে ঢুকবে।” পাশাপাশি এদিন SSC দুর্নীতি সহ শাসকদলের নেতাদের অট্টালিকা নিয়েও সুর চড়ান রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari।
শুরু হয়েছে নেতাদের জিঞ্জাসাবাদ। নন্দীগ্রামের জাহাজ বাড়ির মালিকেরও নিস্তার নেই। নন্দীগ্রামের কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষকে অর্থের লোভের ধর্মান্ত করার হচ্ছে। এই আইন চলবে না। আমরা ক্ষমতায় এলে নতুন নিয়ম করবো। ভাদু শেখের খুনের তদন্তভার CBI নিয়ে ”খুব ভাল করেছে” বলেও এদিন মন্তব্য করেন তিনি। রাজ্যে অর্থের বিনিময়ে ধর্মান্তকরণের চেষ্টা করা হচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন নন্দীগ্রামের বিধায়ক।
আরও পড়ুন: SSKM-এ অনুব্রত, সিবিআই সদর দফতরে পাঠানো হল আপিলের চিঠি
এই বিষয়ে তিনি বলেন, ”তারাচাঁদ গ্রামে খ্রিস্টান মিশনারী সহ কয়েকটি পরিবারকে অর্থের বিনিময়ে ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা এটা মেনে নেব না। পরিবারগুলির সঙ্গে আমরা আলোচনায় বসব। ইতিমধ্যে কর্ণাটক, হরিয়ানা সরকার ধর্মান্তরণের বিরুদ্ধে আইন এনেছে। আমরাও ক্ষমতায় এলে নতুন আইন করব।”
প্রসঙ্গত, পঞ্চমবারও CBI হাজিরা এড়িয়ে বুকে ব্যাথা নিয়ে সোজা SSKM হাসপাতালে হাজির হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে-পেটে কিছু সমস্যা রয়েছে। এছাড়াও অনুব্রত মন্ডলের চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে মেডিসিন বিভাগের ওপর।
আরও পড়ুন: নারী সুরক্ষায় জোর, রাজ্যে ৪৫০০ মহিলা পুলিশ নিয়োগ
জানা গিয়েছে Anubrata Mandal-এর চিকিৎসার জন্য যে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে তাতে আছেন সার্জারি বিভাগের অভিমন্যু বসু, মেডিসিন বিভাগের সৌমিত্র ঘোষ, ইউরোলজির দিলীপ পাল, রাজেশ প্রামাণিক, এন্ডোক্রোনোলজির শুভঙ্কর পাল,কার্ডিওলজিস্ট সরোজ মন্ডল, চেস্ট মেডিসিন বিভাগের সোমনাথ কুন্ডু।