রাজনীতি
ভালো যাচ্ছে না সময় শুভেন্দুর! নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে খাট ভেঙে বিপত্তি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঘরে ঢুকে খাটে বসতে না বসতেই খাট ভেঙে পড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি-র প্রতিনিধিদল পৌঁছয় ময়নাগুড়ির নির্যাতিতার বাড়িতে। এরপর নির্যাতিতা ওই কিশোরীর বাড়িতে পৌঁছে ঘরে ঢুকে খাটে বসতে গিয়ে ঘটে বিপত্তি।
জানা গিয়েছে, ময়নাগুড়ির নির্যাতিতা ওই কিশোরীর বাড়িতে গিয়ে খাটের মধ্যে বসতে গিয়ে তিনি পড়ে যান। এরপর কিছুটা ধাতস্থ হতে সময় লাগে তাঁর। তারপর কথা বলেন পরিবারের সঙ্গে। সম্প্রতি সিউড়িতে বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশের ব্যারিকেড পড়ে পায়ে আঘাত পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেদিনের ওই ঘটনায় স্থানীয় নার্সিংহোমে তাঁর পায়ের চিকিৎসা করাতে হয়েছিল। ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন চিকিৎসকরা। এদিন ফের একবার বিপত্তির মধ্যে পড়লেন বিরোধী দলনেতা। এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী বলেন, ”নির্যাতিতার বাবা তাঁকে জানিয়েছেন, প্রথমে পুলিশ গা ছাড়া দিলেও পরে নড়েচড়ে বসেছে। এ ব্যাপারে শুভেন্দুরা কী পরামর্শ দিয়েছেন তাও বলেন এদিন।”
আরও পড়ুন: আইনি জটে অনুব্রত, লালবাতির গাড়ি ব্যবহার নিয়ে দায়ের জনস্বার্থ মামলা
তাঁর কথায়, ”সংবাদমাধ্যমে খবর দেখানো ও আমাদের প্রতিবাদের পরে পুলিশ একটু নড়েচড়ে বসলেও এরা কিছু করবে না। আমরা পরামর্শ দিয়েছি, যদি অপরাধীদের জেলে থাকার সময়ে ট্রায়াল শুরু করতে হয় তাহলে সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে। নইলে ধর্ষকরা জেল থেকে বেরিয়ে ঘুরবে।”
উল্লেখ্য, শুক্রবার দুপুরে ময়নাগুড়ির ধর্মপুরের নির্যাতিতা মৃত নাবালিকার বাড়িতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি মৃত নির্যাতিতা নাবালিকা বাবার সঙ্গে কথা বলেন এবং তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে আসেন বিজেপি-র আরও ১৭ জন বিধায়ক। এদিন নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে প্রায় ১৫ মিনিট ধরে কথা বলেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, কথা বলে বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “মদ বন্ধ করে দিক। সব সমস্যার সমাধান হয়ে যাবে। গ্রামগঞ্জে মদের দাম কমিয়ে দিচ্ছে রাজ্য সরকার। তার জেরেই এসব দুর্নীতি বেড়ে যাচ্ছে।
আরও পড়ুন: শপথ নিয়ে বাবুল আমাকে চিঠি দিলে ভেবে দেখব, জানালেন স্পিকার
প্রসঙ্গত, ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে। পরবর্তীতে নির্যাতিতার পরিবারকে মামলা তোলার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এরপরই অপমান সহ্য করতে না পেরে নির্যাতিতা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গত সোমবার শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়। এরপর নির্যাতিতার পরিবার অপরাধীদের শাস্তির জন্য CBI তদন্তের দাবি করে। কিন্তু কিছুদিন আগে মৃত নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত থেকে সরে এসে পুলিশি তদন্তের উপর আশ্বাস রাখেন বলে জানা গিয়েছিল।