বাংলার খবর
আইনি জটে অনুব্রত, লালবাতির গাড়ি ব্যবহার নিয়ে দায়ের জনস্বার্থ মামলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনুব্রত মণ্ডলের লালবাতির গাড়ি ব্যবহার করা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি গাড়ি চড়ে কলকাতা আসেন সেই প্রশ্ন তুলে মামলা BJP নেতার। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে।
উল্লেখ্য, হাসপাতাল থেকে ছাড়া পেয়েও কিছুতেই যেন শান্তি পাচ্ছেন না বীরভূম জেলা তৃণমূলের সভাপতি Anubrata Mandal। সম্প্রতি ইদের বাজার করতে যাওয়ার পথে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষীর বছর ছয়ের মেয়ে সহ মাধব কৈবর্ত নামের এক ব্যক্তি। যদিও ঘটনার সময় গাড়িতে ছিলেন না তাঁর নিরাপত্তারক্ষী সাইগল হোসেন।
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, দেহরক্ষীর শিশুকন্যা সহ মৃত ২
জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে বীরভূমের ইলামবাজার চৌপাহারি জঙ্গলের কাছে ওই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগল হোসেনের বছর ৬-এর মেয়ে ও মাধব কৈবর্ত নামে এক ব্যক্তির। সূত্রের খবর, দুর্গাপুর থেকে ইদের বাজার করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। একটি ডাম্পারের মুখোমুখি এসে সরাসরি ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
আরও পড়ুন: ‘বর্তমান জুট কমিশনার দুর্নীতিগ্রস্থ’, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন অর্জুন সিং
এদিকে গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তাঁর হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়েছে। সেই কারণে তাঁকে বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে। সেই টেস্টের রিপোর্ট দেখে তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। আপাতত তাঁকে চার সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সমস্ত পরীক্ষার রিপোর্ট এসে গেলে আবার তাঁকে চেকআপে আসতে হবে।