দেশের খবর
বাহিনীর দাবিতে এবার সুপ্রিমকোর্টে বিজেপি! স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ কমিশনের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাত পোহালেই কলকাতা পুর নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলের প্রচার গতকালই শেষ হয়ে গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের ওপর ভরসা করলেও প্রধান বিরোধীদল বিজেপি আধা সামরিক বাহিনী চেয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিল।
গতকাল রাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিজেপির এই দাবি খারিজ করে দিলে আজ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। জরুরী ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানিয়েছে পদ্ম শিবির। মামলাটি গৃহীতও হয়েছে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। তবুও রাজ্য নির্বাচন কমিশন থেমে নেই। রুট মার্চের জন্য রাজ্য পুলিশকে আগেই নির্দেশ দিয়েছিল। শনিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রুট মার্চ। এবার স্পর্শকাতর বুথের তালিকাও প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে মোট ৪ হাজার ৯৫৯ টি বুথ রয়েছে। তারমধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ১ হাজার ১৩৯টি। পুরসভার ১৬টি বোরোর মধ্যে প্রত্যেক বোরোতেই স্পর্শকাতর বুথের সংখ্যা রয়েছে। তবে সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে ৭ নম্বর বোরোয়। ৭ নম্বর বোরোয় ২৫০টি বুথ স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। সবথেকে কম ২২টি স্পর্শকাতর বুথ রয়েছে ১৩ নম্বর বোরোয়। এবারে মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২। ভোট হবে ৬ হাজার ৫৭০টি ইইভিএম-এ।
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অভিযোগ শোনার জন্য রাস্তায় থাকবেন ১৮ জন ডিসি। ২০০টি পিকেট হবে। প্রত্যেক পিকেটে সার্জেন্ট থাকবেন। ৭৮টি কুইক রেসপন্স টিম থাকবে শহরে। প্রত্যেক টিমে থাকবেন একজন করে অফিসার এবং তিনজন কনস্টেবল। ৩৫ স্পর্শ কাতর এলাকায় রাস্তায় থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। রাস্তায় থাকবে ২৩ হাজার পুলিশকর্মী। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পিকেট।
চলছে নাকা চেকিং। সমস্ত গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত হোটেল গুলো। নির্বিঘ্নে ভোট করতে কোনও ত্রুটি রাখতে রাজি নয় কমিশন এবং রাজ্য পুলিশ। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে শনিবার দুপুরেই নির্বাচন কমিশনে গিয়ে জরুরি বৈঠক করলেন ডিজি এবং পুলিশ কমিশনার।