বিজেপি শাসিত রাজ্যে! দশ মাসের কন্যা সন্তানকে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে মাকে যৌন হেনস্তা
Connect with us

দেশের খবর

বিজেপি শাসিত রাজ্যে! দশ মাসের কন্যা সন্তানকে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে মাকে যৌন হেনস্তা

মর্মান্তিক ঘটনার সাক্ষী বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) এক চলন্ত গাড়ি থেকে কোলের এক দুধের শিশুকে ছুড়ে ফেলে মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে

শিশুকে ছুড়ে ফেলে মহিলাকে যৌন হেনস্থা
5/5 - (2 votes)

নিউজ ডেস্ক : মর্মান্তিক ঘটনার সাক্ষী বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) এক চলন্ত গাড়ি থেকে কোলের এক দুধের শিশুকে ছুড়ে ফেলে মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুম্বাই থেকে আমেদাবাদ যাওয়ার জাতীয় সড়কে এইরকম মর্মান্তিক ঘটনা যার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ইন্টারনেট জুড়ে।

যাত্রী শেয়ারিং গাড়িতে করে মহারাষ্ট্রের পেলহার থেকে পুসুরে নামক এলাকায় ফিরছিলেন ওই মহিলা, পুলিশ সূত্রের খবর, পেলহার থেকে কিছু দূর গাড়ি যেতে গাড়িতে থাকা বাকি পুরুষ যাত্রীরা ওই মহিলার সাথে দুর্ব্যবহার করতে শুরু করেন যা এক পর্যায়ে রীতিমতো উত্যক্ত করা হয় ওই মহিলার সাথে এমনটাই অভিযোগ।

রাস্তার এক নির্জন জায়গায় চলন্ত গাড়ি থেকেই ওই মহিলার কোল থেকে তার কন্যা সন্তানকে ছুড়ে ফেলে দেওয়া হয় । জানা যায়, ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল তার দশ মাসের কন্যা সন্তান এর। তারপর কিছুক্ষণ পর তাকেও গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মারাত্মক আঘাত পেলেও, চিকিৎসাধীন ঐ মহিলা এখনো বেঁচে আছেন । পুরো ঘটনায় মানডবী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে এবং ওই মহিলার বয়ানের উপর তদন্ত নেমেছে পুলিশ । কিন্তু সেখানেই উঠছে প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের সাথে এই রূপ জঘন্য কাজ, যা মহিলাদের নিরাপত্তা নিয়ে আঙ্গুল তুলছে ।

Advertisement

আরোও পড়ুন – মহিলাদের স্তন, গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি করছে পুলিশ চাঞ্চল্যকর তথ্য ফাঁস

কোথায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ?

পুলিশ সূত্রের খবর, মহারাষ্ট্রের পেলহার থেকে পুসুরে নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বিজেপি শাসিত রাজ্যে কেনো মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ?

জানা যায়, মহারাষ্ট্রে চলন্ত গাড়ি থেকে দশ মাসের কন্যা সন্তানকে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতিরা। তারপর কিছুক্ষণ পর চলন্ত গাড়ি থেকে তার মাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তে মারাত্মক আঘাত পেলেও, চিকিৎসাধীন ঐ মহিলা এখনো বেঁচে আছেন। এই বিষয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।