রাজনীতি
উত্তর দিনাজপুরে বিজেপি’তে ভাঙন অব্যাহত, বিধানসভা ভোটের প্রার্থী সহ কয়েক হাজার নেতা-কর্মী যোগ দিলেন শাসকদলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : তৃণমুল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বড়সড় ভাঙন বিজেপিতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুন্ডু সহ কয়েক হাজার বিজেপি নেতা-কর্মী শনিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
ইটাহারের তৃণমূল বিধায়ক মুশারফ হোসেনের উদ্যোগে ইটাহারের জয়হাট বৈদরা চেকপোস্ট এলাকায় বিশাল এক সভার মাধ্যমে দলত্যাগী বিজেপি নেতাদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র, রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যোগদান কর্মসূচীর পাশাপাশি এদিন বিধায়ক মুশারফ হোসেনের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করার পাশাপাশি প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার প্রদান করা হয়। এদিনই বৈদরা চেকপোস্ট এলাকায় ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়েরও উদ্বোধন করেন উপস্থিত মন্ত্রীগন।