বাংলার খবর
ভোটের আগেই আসানসোলে বিজেপি প্রার্থী গ্রেফতার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের ৪ পুরনিগমে আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব। তবে ভোট গ্রহণের আগের দিন রীতিমতো ধুন্ধুমার অবস্থা আসানসোল পুরসভায়। জানা গিয়েছে, ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার বিজেপির দুই প্রার্থী পুলিশের হাতে গ্রেফতার হয়।
আর তারই প্রতিবাদে রীতিমতো থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা। তবে পুরভোটের সকালে এই দুই প্রার্থী মুক্তি পেয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার আসানসোল পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র দাস এবং ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ মন্ডলকে হামলার অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেফতার করে।
অন্যদিকে আসানসোলে বহিরাগতদের ঘাঁটি বাড়ছে, এই অভিযোগে রীতিমতো আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়রা আন্দোলন শুরু করেন। আসানসোলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। অন্যদিকে তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছে, আসানসোলে ভোটের ৪৮ ঘন্টা আগে বিধায়ক অগ্নিমিত্রা পাল কিভাবে এলাকায় রয়েছেন? অভিযোগ, পাল্টা অভিযোগের ভিত্তিতে পুরভোটের আগে সরগরম আসানসোল পুরসভা। খুব স্বাভাবিকভাবেই এই ভোটে রয়েছে ব্যাপক উত্তেজনা। দিনভর নজর থাকবে আসানসোল পুরভোটের দিকেই।