দেশের খবর
হাইকোর্টের রায়ের পরই প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বহু টানাপোড়নের পর বৃহস্পতিবার কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা করার পাশাপাশি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন হবে।
বৃহস্পতিবার থেকেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার কাজ এবং চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। ফলে সমস্ত রাজনৈতিক দলেরই প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া প্রায় সম্পপ্ন। শুক্রবার তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে। বামফ্রন্টও শুক্রবারের মধ্যে প্রার্থী নির্বাচনের চেষ্টায় আছে। তাদেরও প্রার্থী নির্বাচন প্রায় শেষ। তুলনায় কিছুটা পিছিয়ে বিজেপি। তাদের প্রার্থী বাছাই এখনও সম্পন্ন হয়নি বলেই খবর।
মনে করা হচ্ছে আগামী সোমবার হাইকোর্টের রায়ের পর প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে পদ্ম শিবির। ফলে নির্বাচনী প্রচারের প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়ল রাজ্যের প্রধান বিরোধী দল। কারণ সোমবার হাইকোর্টের রায়ের পর প্রার্থী নির্বাচন করতে বসলে হাতে থাকবে মাত্র দু’দিন। এই দু’দিনে কি সব প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া সম্ভব। সারা রাজ্যের মানুষের নজর থাকবে এই পুরভোটের দিকে। গত বিধানসভা ভোটে ক্ষমতায় আসার পর উপনির্বাচনে জয়লাভের ফলে তৃণমূল অনেকটাই এগিয়ে আছে। এখন দেখা যাক কলকাতা পুরসভা ভোটের মাধ্যমে প্রধান বিরোধীদল বিজেপি ঘুরে দাঁড়াতে পারে কি না!