বাংলার খবর
তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে ভরসা করে অনাস্থা আনল বিজেপি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ১৮। যার মধ্যে তৃণমূল ৮টি, বিজেপি ৮টি এবং কংগ্রেস দুই আসনে জেতে। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের পর কংগ্রেসের দুই সদস্যের সমর্থন নিয়ে তৃণমূল পঞ্চায়েত সমিতি দখল করে।
পরবর্তীতে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে আবার তৃণমূলের এক সদস্যা বিজেপিতে যোগদান করেন। এতে তৃণমূল পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় থেকে কাজ চালিয়ে যাচ্ছে। বিজেপির জেলা সহ-সভাপতি তাপসকুমার গুপ্ত জানিয়েছেন, এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। তারা একে অপরকে মেনে নিতে পারছে না।
তৃণমূলেরই একটি অংশ বিজেপির সঙ্গে আঁতাত করে নতুন করে সভাপতি গঠন করার প্রচেষ্টা চালাচ্ছে। যদিও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হারেজ আলি জানান, ‘এখানে কোনও গোষ্ঠীকোন্দল নেই। কী কারণে হঠাৎ করে অনাস্থা চিঠি দেওয়া হয়েছে তা বলতে পারব না। তবে এই পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে রয়েছে আগামীতেও থাকবে।’ পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি বলেছেন, ‘এসম্পর্কে আমার কিছু জানা নেই। তাই বিশেষ কিছু বলতে পারব না।’