রাজনীতি
উন্নয়ন আটকে দিয়েছিল বিজেপি, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

চা বলয়ের রাজনৈতিক সমীকরণে বড়সড় মোড়! সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা (Jhon Barla)। লোকসভা ভোটে টিকিট না পাওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন বার্লা। অবশেষে বৃহস্পতিবার কলকাতায় দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি।
প্রসঙ্গত, আলিপুরদুয়ার থেকে নির্বাচিত হয়েছিলেন বার্লা। তবে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করেনি। সেই থেকেই অভিমান জমতে থাকে। দলের অন্দরে কথা চালাচালি চললেও মীমাংসা হয়নি। বরং জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ার সফরে জন বার্লাকে মঞ্চে দেখা গিয়েছিল, যা তখন থেকেই জল্পনা উস্কে দিয়েছিল।
আরও পড়ুন – কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বিজেপি মন্ত্রী
তৃণমূলে যোগ দিয়ে জন বার্লা জানান, “গত ৬–৭ মাস ধরে আলোচনা চলছিল। দিদিও ফোন করে কাজে নামতে বলেছিলেন। আমি যখন মন্ত্রী ছিলাম, প্রতিটি কাজে বাধার মুখে পড়তে হতো। দলই আমার কাজ আটকে দিত।” এই বক্তব্যে নাম উঠে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।
তিনি আরও জানান, “আমি প্রধানমন্ত্রী জন বিকাশ প্রকল্পে ১৬০ কোটি টাকার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার দলের লোকেরাই দিল্লি ফোন করে সেই প্রকল্প থামিয়ে দেয়। উন্নয়ন বাধা পেলে দল করব কেন?”
চা শ্রমিকদের ভরসার প্রতিদান দিতে না পারায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন বার্লা। বলেন, “ভোটে জিতেও বিজেপি চা শ্রমিকদের এক ইঞ্চি জমি দেয়নি। অথচ দিদি অন্তত ৫ ডেসিমেল জমি দিয়েছেন। চা বাগানের মানুষ আজও দিদির ওপর ভরসা রাখেন।”
আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে চা শ্রমিকদের সমস্যার সমাধান করতে চান বলেও জানান তিনি।