বাংলার খবর
উপনির্বাচনে প্রকাশিত হল BJP-এর প্রার্থী তালিকা! আসানসোলে অগ্নিমিত্রা, বালিগঞ্জে কেয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রমশ এগিয়ে আসছে উপনির্বাচনের দিনক্ষণ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল BJP শিবির।
জানা গিয়েছে, আসানসোল কেন্দ্র থেকে এবারের ভোটে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে সাংসদ অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul)। অন্যদিকে বালিগঞ্জ কেন্দ্রে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) প্রতিদ্বন্ধী হিসেবে বিজেপির হয়ে ভোটে লড়বেন কেয়া ঘোষ (Keya Ghosh)। এদিকে এই দুই কেন্দ্রে ভোটের জন্য এবার মহিলা প্রার্থীদের উপরই ভরসা রাখছে বিজেপি (BJP)।
আরও পড়ুন: পরীক্ষার জন্য পিচ্ছোচ্ছে না ভোট, উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ এবং আসানসোল এই দুই কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন । অর্থাৎ বহস্পতিবার ১৭ মার্চ থেকেই জারি হচ্ছে নির্বাচনী বিধি। মনোনয়ন জমা দেওয়াও শুরু হয়েছে এদিন থেকেই। যার জেরে ফের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়সূচির রদবদলও করা হয়েছে।
আরও পড়ুন: উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল কমিশন, সম্ভাবনা রয়েছে উচ্চমাধ্যমিকের সময়সূচি বদলের
এদিকে, গত রবিবার টুইট করে এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী টুইট করে আসানসোল এবং বালিগঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করেন। আসন্ন বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভার উপনির্বাচনে এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় এবং আসানসোলের প্রার্থী হচ্ছেন বলি অভিনেতা শত্রুঘ্ন সিন্হা। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ এবং আসানসোল কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। এবং ভোট গণনার দিনক্ষণ ঘোষনা করা হয়েছিল ১৬ এপ্রিল।