তৃণমূলের মহিলা বিধায়করা রাজ্যপালকে শারীরিক নিগ্রহ করেছেন, অভিযোগ শুভেন্দুর! মিছিল করে রাজভবনে বিজেপি বিধায়ক
Connect with us

রাজনীতি

তৃণমূলের মহিলা বিধায়করা রাজ্যপালকে শারীরিক নিগ্রহ করেছেন, অভিযোগ শুভেন্দুর! মিছিল করে রাজভবনে বিজেপি বিধায়ক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  বিধানসভায় তৃণমূল বিধায়করা রাজ্যপালকে মানসিক, শারীরিকভাবে নিগ্রহ করেছেন বলে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগে থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে তাঁদের বিক্ষোভ এবং স্লোগানের জেরে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রীর অনুরোধে ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েই বিধানসভা ছাড়েন রাজ্যপাল জগদীপ ধনখর।

বিজেপির এই বিক্ষোভকে অগণতান্ত্রিক, নজিরবিহীন বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের বিরুদ্ধে পালটা আক্রমণ তুললেন শুভেন্দু অধিকারী। সোমবার শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূলের মহিলা বিধায়করা রাজ্যপালকে রীতিমতো ঘিরে রেখেছিলেন।

চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার নাম করে অভিযোগ জানিয়েছেন তিনি। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে শাসকদলের বিধায়করা রাজ্যপালকে শারীরিক ও মানসিক ভাবে নিগ্রহ করেন। রাজ্যপালের ভাষণে পৌরভোটে সন্ত্রাসের উল্লেখ না থাকার বিরোধিতা করে এদিন মূলত বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বিধানসভায় রাজ্যপালকে ধাক্কা মেরেছে তৃণমূলের বিধায়করা। মুখ্যমন্ত্রীর ইশারায় চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ একাধিক মহিলা বিধায়ক শারীরিক নির্যাতন করেছেন রাজ্যপালকে। বিজেপি বিধায়কদেরও অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে।’

Advertisement

আরও পড়ুন: BJP-র বিক্ষোভকে নজিরবিহীন বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর! রাজভবনে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক

শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন সেটাই রাজ্যপালকে দিয়ে এদিন পড়ানোর চেষ্টা করেছিলেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা চেয়েছেন, সেটাই রাজ্যপালকে দিয়ে পড়ানোর চেষ্টা করেছেন। রাজ্যপালের বক্তৃতার কপিতে পুরভোটে সন্ত্রাস, ভোট লুঠের কথা ছিল না। এ ছাড়া, কর্মসংস্থানের কথা, জমি নীতির উল্লেখ, তিন মাস পর পর কেন রাজ্য সরকারকে বড় অঙ্কের ঋণ নিতে হচ্ছে তার উল্লেখও নেই। অবসরপ্রাপ্তদের নিয়ে কোনও দিশা নেই। চুক্তিবদ্ধদের সম কাজে সম বেতনের বিষয়ে কোনও দিশার কথা উল্লেখ নেই।

আরও পড়ুন: ‘আমার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল’, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

Advertisement

রাজ্যপালের বক্তৃতার কপি নিয়ে আপত্তি থাকায় আমরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছি।’ এরপরই বিকালে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের সমস্ত বিজেপি বিধায়করা রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিতে বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান।