BJP প্রার্থীর উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল Bjp Candidate get attacked by tmc in east midnapore
Connect with us

বাংলার খবর

BJP প্রার্থীর উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতেই এবার বিজেপির(BJP) জয়ী প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল শাসক শিবির তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

সোমবার এই ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১৪ নং ওয়ার্ডে। সূত্রের খবর, সবে মাত্র ভোটের রেজাল্ট বেরিয়েছে। কাউন্টিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ওই বিজেপি প্রার্থীর উপর হামলা করা হয় বলে অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এদিন

পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ১৪ নং ওয়ার্ডে বিজেপির জয়ী প্রার্থী অম্বিকেশ দাস-কে ও তার দলীয় নেতৃত্বে কে মারধর করে বলে অভিযোগ জয়ী প্রার্থীর। ঘটনায় বিজেপির অভিযোগ, তৃণমূল(TMC) বিজয় মিছিল করে নিজের ওয়ার্ডে পরিক্রমা করার সময় তৃণমূলের একদল দুষ্কৃতীরা হামলা চালায়। যদিও এই বিষয়ে শাসক দলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

এদিকে, সোমবার সকাল থেকেই শান্তিকুঞ্জের ছবিটা ছিল অন্য। দীর্ঘ কয়েক দশক পর হাতছাড়া হল কাঁথি পুরসভা। সকাল থেকেই শান্তিকুঞ্জ নীরব। নেই উচ্ছ্বাস, নেই উত্তেজনা। বাড়িতে এদিন কারোর আনাগোনাও সেই অর্থে নেই। শান্তিকুঞ্জের সামনে আজ উড়ছে সবুজ আবির। স্লোগান চড়ছে বটে, তবে তা অধিকারী বিরোধী। তৃণমূল সমর্থকরা শান্তিকুঞ্জের সামনে হইহই করে গেলেন। স্লোগান উঠল, ‘আয় অধিকারী দেখে যা, তৃণমূলের ক্ষমতা।’

এবারের লড়াইটা শুভেন্দু অধিকারীর কাছে ছিল প্রেস্টিজ ফাইট। পুরপ্রচারে বেরিয়ে নানাভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে নিজেদের ব্যক্তিগত ক্যারিশ্মার ওপর আস্থা ছিল তাঁর। কাজে এল না সেটাও। ভোটে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে কাঁথি পুরসভায়।

নির্বাচন বাতিল ঘোষণার দাবি জানিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সোমবার বিজেপির আবেদন শুনানির জন্য গ্রহণও করেছে হাইকোর্ট। 

Advertisement