বাংলার খবর
বাঁশবেড়িয়ার ১৪ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ দাস লড়ছেন বিশ্বজিৎ দাসের বিরুদ্ধেই!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নাম এক, পদবীও এক। নাম বিভ্রাট না বলে একই নামের বিভ্রান্তি বলা ভালো। হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে লড়াই হচ্ছে বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ দাসের! না ছায়ার সঙ্গে যুদ্ধ নয়। দু’জন আলাদা দলের প্রার্থীর মধ্যে লড়াই।
ভোট প্রচারে বেড়িয়ে তাঁরা কখনও মুখোমুখিও হয়ে পড়ছেন। কখনও বা একই বাড়িতে ঢুকে পড়ছেন প্রচারে। ভোটাররা বিভ্রান্ত দুই প্রার্থীর একই নাম হওয়ায়।তবে তাঁদের প্রতীক ভিন্ন।দু’জনই মনে করেন প্রার্থীর নামের থেকেও প্রতীক বড়। তাই ভোটাররা প্রতীক চিহ্ন দেখে ভোট দেবেন। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস আগের বার কাউন্সিলর হয়েছিলেন ১৬ নম্বর ওয়ার্ড থেকে। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসকেই পরাজিত করেছিলেন। তাই এবারও লড়াই সেই বিশ্বজিতের সঙ্গে।তাই জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূলের বিশ্বজিৎ। আর বিজেপির বিশ্বজিৎ মনে করেন মানুষ ভয়-ভীতিকে কাটিয়ে ভোট দিতে পারলে তিনিই জয়ী হবেন। বিশ্বজিৎ জিতবে এটা নিশ্চিত। তবে কোন বিশ্বজিৎ, তৃণমূল না বিজেপির! তা ভোটের পরই বোঝা যাবে।