দেশের খবর
বীরচক্র সম্মানে সম্মানিত হলেন অভিনন্দন বর্তমান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত ১৪ ফেব্রুয়ারী জম্মু কাশ্মীরের পুলাওয়ামা জেলার অবন্তি পোরার কাছে লেথপোড়ায় জম্মু কাশ্মিরের হাইওয়ের ওপর সিআরপিএফ কনভয়ে বিস্ফোরণে ৪৪ জন সিআরপিএফ সেনা জওয়ান নিহত হয়েছিলেন।
ঠিক তার ১৩ দিনের মাথায় পাক সীমান্তে জঙ্গি ঘাঁটি সহ পাক সেনা ছাউনি গুঁড়িয়ে দেয় ভারতের সেনাবাহিনী। এর পরই ভারতের সীমান্তে ঢুকে যায় পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধ বিমান। পুরনো মিগ-২১ নিয়েই ভারতীয় বায়ুসেনার অভিনন্দন বর্তমান গুঁড়িয়ে দিয়েছিলেন পাক অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান। পাক যুদ্ধবিমান ধ্বংসের পরে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন তিনি। ধরা পড়ে যান পাকিস্তান সেনাবাহিনীর হাতে।
পাকিস্তান সেনাদের হাতে মার খেলেও বা দীর্ঘ জেরার সামনে পড়েও মুখ খোলেননি বর্তমান। ভারত সরকারের চাপে ৬০ ঘণ্টা পর শেষ পর্যন্ত অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। দীর্ঘ ৬০ ঘণ্টা পাকিস্তানে বন্দি অবস্থায় মানসিক এবং শারীরিক অত্যাচারিত হলেও যথেষ্ট সাহসিকতা দেখানোর জন্য সোমবার বীরচক্র সম্মানে সম্মানিত হলেন ভারতীয় বায়ুসেনার এই বীর যোদ্ধা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে এই সম্মান তুলে দেন। অভিনন্দন বর্তমানের ইউনিট ৫১ স্কোয়াড্রন কেও সম্মানিত করেন রাষ্ট্রপতি।