বাংলার খবর
হাসপাতালের বেডে বসেই পরীক্ষা মায়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মনের অদম্য ইচ্ছাশক্তির কাছ হার মানে শারীরিক অসুস্থতাও। শুধুমাত্র জেদ আর ইচ্ছাশক্তির জেরে মাত্র কয়েক ঘন্টার সদ্যজাতকে কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন মা। ঘটনাস্থল বীরভূম জেলার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
শনিবার হাসপাতালের বেডে বসেই মাধ্যমিকের জীবনবিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেন ওই সদ্য নবজাতকের মা। জানা গিয়েছে, পরীক্ষার্থীর নাম ঝুমা খাতুন। তার বাড়ি বীরভূমের মাড়গ্রামে। সে এবছরের মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলো। তার পরীক্ষার সিট পড়েছিল মল্লারপুর হাইস্কুলে।
জানা গিয়েছে, শুক্রবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দেওয়ার সময়ই তার প্রসব যন্ত্রণা ওঠে। পরীক্ষা কেন্দ্র থেকেই তাকে সরাসরি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতেই তিনি সন্তানের জন্ম দেন। শনিবার তার আবেদন মতো স্কুল কর্তৃপক্ষ ওই হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করেন। সেইমতো শনিবার হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী।
আরও পড়ুন: বিলেতের মাটিতে বাংলার জয়, রেল সাইনবোর্ডে বাংলায় লেখা হল স্টেশনের নাম
উল্লেখ্য, ৭ মার্চ সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ৭ মার্চ থেকে পরীক্ষা চলবে ১৫ মার্চ পর্যন্ত। ৭ মার্চ বাংলা পরীক্ষা। ৮ মার্চ ইংরেজি, ৯ মার্চ ভূগোল, ১১ মার্চ ইতিহাস, ১২ মার্চ জীবনবিজ্ঞান, ১৪ মার্চ অঙ্ক, ১৫ মার্চ ভৌত বিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। করোনার কারণে এক বছর পর আবারও খাতায়-কলমে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবেন পড়ুয়ারা।
করোনার কারণে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা কোনও রকমে হলেও ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। এই বছরের শুরুর দিকেও করোনার তৃতীয় ঢেউয়ের কারণে মাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু আপাতত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় অবশেষে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
আরও পড়ুন: সরকারি চাকরির দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, কাঠগড়ায় স্কুল শিক্ষক
এবারে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আগের বারের থেকে এবার প্রায় ৪৭ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। এবারে রেকর্ড পরিমাণ ছাত্রী পরীক্ষা দিচ্ছেন বলেই জানিয়েছে পর্ষদ।