বাংলার খবর
দলে থেকে কাজ করতে অসুবিধা, BJP-র পঞ্চায়েত প্রধান সহ ৬ সদস্য যোগ দিলেন তৃণমূলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গণপুর পঞ্চায়েত বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। গত পঞ্চায়েত নির্বাচনেই বীরভূমের মহম্মদ বাজার ব্লকের গনপুর পঞ্চায়েত বিজেপির দখলে যায়।
সাত আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের ছয়’টি আসন জয় করেছিল বিজেপি। শনিবার সেখানকার প্রধান উপপ্রধান সহ বিজেপির ৬ মেম্বার যোগ দিলেন তৃণমূলে। তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার ফলে ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল।
এদিন মহম্মদ বাজারের কমিউনিটি হলে বিজেপি থেকে আগত পঞ্চায়েত সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায় চৌধুরী।
আরও পড়ুন: কামারকুন্ডু রেলব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
বিজেপি থেকে তৃণমূলে এসে ওই এলাকার প্রধান জানান, বিজেপি থেকে জয়লাভ করলেও এলাকায় কাজ করতে পারছিলেন না। যে কারণেই সকলের উন্নয়ন এবং তৃণমূল সরকারের উন্নয়নের দিকে তাকিয়ে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।
আরও পড়ুন: সিঙ্গুরে গড়ে উঠবে শিল্প হাব: মমতা বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, মহম্মদ বাজার ব্লকের নতুন ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন শুভ্রাংশু চৌধুরী। তিনিও কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর এটাই হলো সবচেয়ে বড় সাফল্য যেখানে একটি পঞ্চায়েত বিজেপি থেকে চলে এলো তৃণমূলে।