দেশের খবর
বিপিন রাওয়াতের দেহরক্ষী সতপল রাইয়ের দেহ পৌঁছাল রাজ্যে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন আগেই তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশের প্রাক্তন সেনা প্রধান তথা প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেই কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াত ছাড়াও ১১ জন নিহত হয়েছেন। নিহত হয়েছেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী সতপল রাই। তিনি দার্জিলিঙের তাকদহের বাসিন্দা।
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয় সতপল রাইয়ের কফিন বন্দি দেহ। মৃত্যুর চারদিন পর দেহ এসে পৌঁছাল। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবি সেনা ছাউনিতে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন সেনা অধিকর্তা, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় সতপল রাইয়ের গ্রামের বাড়ি তাকদহে। সতপল রাইকে শ্রদ্ধা জানানোর জন্য আশেপাশের সমস্ত চা বাগানে ছুটি ঘোষণা করা হয়েছিল। সতপল রাইকে শ্রদ্ধা জানাতে এসে বহু মানুস কান্নায় ভেঙে পড়েন। সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় সতপল রাইয়ের মৃতদেহ সৎকার করা হবে।