টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দিলেন ১০ বছরের সিপিআইএম কাউন্সিলর বিলকিস বেগম
Connect with us

বাংলার খবর

টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দিলেন ১০ বছরের সিপিআইএম কাউন্সিলর বিলকিস বেগম

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টিকিট না পেয়ে সিপিআইএম ছাড়লেন বিদায়ী বাম কাউন্সিলর বিলকিস বেগম। শনিবার খিদিরপুরের কার্ল মাকর্স সরণির এক অনুষ্ঠানে বিদায়ী পুর প্রশাসক ফিরহাদ হাকিমের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিলকিস। ৭৫ নম্বর ওয়ার্ডে সিপিএম-এর ১০ বছরের কাউন্সিলর ছিলেন বিলকিস।

কিন্তু এবার তাঁকে প্রার্থী করেনি সিপিআইএম। বিলকিস জানিয়েছেন, দিদির কাজের প্রতি ভালবাসা’র কারণেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি। ২০১০ সাল থেকে ৭৫ নম্বর ওয়ার্ডে সিপিএমের কাউন্সিলর ছিলেন বিলকিস বেগম। বিলকিস যে ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সেই ৭৫ নম্বরে এবার সিপিএমের প্রার্থী হয়েছেন ফৈয়াজ আহমেদ খান। বিলকিস অনুগামীদের একাংশের দাবি, জেতা প্রার্থীকেও যে দল টিকিট দেবে না, তা ভাবতেও পারেননি তাঁরা। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ৭৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ফৈয়াজ। কিন্তু ২০১০ সালে ৭৫ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় বিলকিসকে প্রার্থী করে সিপিআইএম।

৭৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয় ফৈয়াজকে। কিন্তু তিনি পরাজিত হন। এ বার ৭৫ নম্বর ওয়ার্ড সংরক্ষণমুক্ত হওয়ায় ফের ফৈয়াজকে ফিরিয়ে আনে সিপিআইএম। আর তাতেই ক্ষুব্ধ হয়ে দলত্যাগ করেছেন বিলকিস। বিলকিসের দলে যোগ দেওয়া প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন, ‘উনি ৭৫ নম্বর ওয়ার্ডের সবথেকে সফল কাউন্সিলর। আমি যখন থেকে কলকাতা বন্দর এলাকার বিধায়ক হয়েছি, তখন থেকেই আমার লক্ষ্য ছিল বিলকিসের মতো কাজের মেয়েকে নিজেদের দলে নিয়ে আসা। আজ আমার সেই ইচ্ছেপূরণ হল।মানছি আমাদের বিরোধী ছিলেন। কিন্তু ওনার সফলতা নিয়ে কিছু বলার নেই। আজ উনি আমাদের দলে এসেছেন। এর থেকে খুশির আর কী বা হতে পারে। আমরা একসঙ্গে কাজ করব। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’

Advertisement