Uncategorized
হরিশ্চন্দ্রপুরে পুলিশের জালে বাইক পাচারকারী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনেকদিন ধরেই জেলা জুড়ে বাইক চোরের দৌরাত্ম্য বাড়ছে। প্রায় খবর পাওয়া যায় বাইক চুরির। বাইক চুরি বাড়তে থাকায় অতিষ্ঠ সাধারণ মানুষ এবং পুলিশ। বাইক চোরের দৌরাত্ম্য রুখতে বিভিন্ন পদক্ষেপ নিলেও বাইক চুরি বন্ধ হয়নি।
মালদহ আসলে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা বলেই বাইক পাচারে সুবিধা হয় বাইক চোরের। এবার কিছুটা হলেও সাফল্য পেয়েছে হরিশ্চন্দ্রপুর থানা। খবর পাওয়া গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারীর খনতা গ্রাম থেকে বুধবার বাইক পাচারকারী এক যুবককে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম দীপক পরিহার (২২)। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে দু’টি বাইক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই বাইক দু’টি এলাকা থেকে চুরি হয়েছিল। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী ওই যুবকের বাড়িতে হানা দেয়। বাড়িতেই রাখা ছিল চোরাই বাইক দু’টি । সেখান থেকেই ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত যুবককে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।