দেশের খবর
ময়নাগুড়িতে লাইনচ্যুত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস! বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ১৩৫৬৬ আপ বিকানের-পাটনা-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমহনি এলাকায় লাইনচ্যুত হয় বিকানের-গৌহাটি এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৫ থেকে ৬ বগি লাইনচ্যুত হয়েছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে বারোটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি কামরা। রেললাইনের পাশের নিচু জমিতে পাল্টি খেয়ে পড়ে গিয়েছে দুই থেকে তিনটি কামরা। একটি কামরার ওপর উঠে গিয়েছে অন্য কামরা। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহত প্রত্যেককেই ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ৫১ অ্যাম্বুলেন্স।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে নেমে পড়েন স্থানীয় এলাকার মানুষরা। ঘটনাস্থলে পৌঁছেছে রেল এবং স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল। গ্যাস কাটার দিয়ে কামরা কেটে ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনার কাজ চলছে। অন্ধকার হয়ে যাওয়ায় জেনারেটরের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে সঠিক কী কারণে এই ট্রেন দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।