দেশের খবর
নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বরযাত্রীবোঝাই গাড়ি, মৃত ৫

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুহুর্তের মধ্যে উৎসবের আনন্দ বদলে গেলো শোকের ছায়ায়। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৫ জন সদস্যের। আহতের সংখ্যা আরও ২। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে খবর।
জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বিহারের নবীনপুর থানা এলাকায়। এদিন গভীর রাতে টোল পঞ্চায়েতের বাঘি গ্রাম থেকে পালামৌ জেলার ছাতারপুরে ফিরছিলেন যাত্রীবোঝাই ওই গাড়িটি।
সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ জনের। বাকি ২ জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। ওই গাড়িতে থাকা প্রত্যেক যাত্রীই ঝাড়খণ্ডের পালামৌ জেলার বাসিন্দা।
আরও পড়ুন: নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা
পুলিশ জানিয়েছে, গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন মারা যান এবং বাকি ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
এদিকে ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, MH02BP – 365 রেজিস্ট্রেশন নম্বরের একটি গাড়ি মোট ৭ জন লোককে নিয়ে একটি সেতুতে ধাক্কা মেরে নদীতে পড়ে যায়। নিহতরা হলেন রঞ্জিত কুমার, অভয় কুমার, অক্ষয় কুমার, শুভম কুমার এবং বাবলু কুমার, যারা প্রত্যেকেই ঘটনাস্থলেই মারা গিয়েছেন। গঞ্জন কুমার এবং মুকেশ কুমার নামে অপর দুই আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বারাণসীতে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বদলেও জিততে পারবে না বিজিপি, হুঁশিয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায়ের
এদিকে ঘটনার খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঔরঙ্গাবাদে পাঠায়।