দেশের খবর
যাদব পরিবারে বড় ধাক্কা! বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগেই খোদ যাদব পরিবারের ধরল ভাঙ্গন। বুধবার বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের ছোট বৌমা অপর্ণা যাদব! গত কয়েকদিন ধরেই যোগী সরকারের একের পর এক মন্ত্রী, বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে।
এবার যাদব পরিবারে ভাঙ্গন ধরিয়ে সমাজবাদী পার্টিকে বড় চমক দিল বিজেপি। অপর্ণার রাজনৈতিক অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও ভোটের আগে এই দলবদল নির্বাচনে প্রভাব ফেলার জন্য যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মুলায়ম সিং যাদবের ছোট ছেলে তথা অখিলেশের ভাই প্রতীকের স্ত্রী অপর্ণা। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিঙের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অপর্ণা। বহুদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুনমুগ্ধ ভক্ত অপর্ণা যাদব। এর আগেও একাধিকবার তাঁর মুখে শোনা গিয়েছে মোদির প্রশংসা।
২০১৭ সালে বিধানসভা নির্বাচনে সপার টিকিটে লখনউ ক্যান্টনমেন্ট থেকে লড়েছিলেন তিনি। তবে কংগ্রেসের রীতা বহুগুনা যোশীর কাছে হেরে যান তিনি। পরে রীতা বহুগুনা যোশীও অবশ্য বিজেপিতে যোগ দেন। বিজেপি তে যোগ দিয়ে অপর্ণা বলেছেন, ‘আমি বিজেপির কাছে কৃতজ্ঞ। দেশ আমার কাছে সবসময় আগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে কোনও কাজই প্রশংসার যোগ্য। স্বচ্ছ ভারতের মতো উদ্যোগ সত্যিই অতুলনীয়।’ রাজনীতির পাশাপাশি সমাজসেবা মূলক কাজের সঙ্গেও যুক্ত অপর্ণা। ‘বি অ্যাওয়ার’ নামে একটি সংস্থা চালান অপর্ণা। এই সংস্থা মহিলা সুরক্ষায় কাজ করে। পাশাপাশি বয়স্ক গবাদি পশুদের জন্য আশ্রয়স্থলের কাজও করেন তিনি। লখনউয়ের সরোজিনী নগরে ৫৪ একর জমির ওপর রয়েছে ‘কানহা উপবন’ নামে সেই গোশালা।