দেশের খবর
BIG BREAKING রাজ্যে ৫টাকা কমল পেট্রোলের দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক সপ্তাহ আগেই উদ্ধব ঠাকরেকে সরিয়ে বিজেপির সাহায্য নিয়ে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করেছেন একনাথ শিন্ডে। ক্ষমতায় এসেই বড় ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। পেট্রোলের ও ডিজেলের দাম কমানর সিদ্ধান্ত নিল শিন্ডে সরকার। লিটার প্রতি পেট্রোলের দাম ৫ টাকা ও ডিজেলের দাম ৩ টাকা কমানর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।
যদিও ক্ষমতায় আসার পরই পেট্রোল-ডিজেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন লিন্ডে। সেই প্রতিশ্রুতি পালন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বৃহস্পতিবার মহারাষ্ট্র মন্ত্রীসভার বৈঠকের পরই পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা কমানোর কথা ঘোষণা করা হয়। এবার মহারাষ্ট্রে ১০৬ টাকায় পাওয়া যাবে পেট্রোল। আর ডিজেল মিলবে ৯৪ টাকায়। আগামী শুক্রবার থেকেই নতুন দামে পেট্রোল-ডিজেল পাবেন মুম্বইবাসী।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য রাজ্যে বছরে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এর ফলে সামগ্রিক মুদ্রাস্ফীতি কমবে বলেও জানিয়েছেন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পেট্রোল, ডিজেলের দাম কমানোকে ‘শিবসেনা-বিজেপি সরকারের এটা প্রথম জনহিতকর উদ্যোগ’ বলে দাবি করেছেন।
যদিও কেন্দ্রীয় সরকার আগেই পেট্রোল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছিল আগেই। এরপর বিজেপি শাসিত রাজ্যগুলিও ভ্যাট কমিয়েছে। তখন মহারাষ্টেও পেট্রোল, ডিজেলের দাম কমিয়েছিল উদ্ধব ঠাকরে সরকার। তারপর মহারাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হয়েছে। বিজেপির মদতে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সঙ্গে নিয় উদ্ধব ঠাকরেকে গদিচ্যূত করেছেন একনাথ শিন্ডে। বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই তিনি জানিয়েছিলন মহারাষ্ট্রে পেট্রোল, ডিজেলের দাম কমাবেন। বৃহস্পতিবার সেই প্রতিশ্রুতিই রক্ষা করলেন তিনি।