বাংলার খবর
পুরনিগমের ভোটের আগে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের ৪ পুরনিগমের ভোটের ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যার মধ্যে বিধাননগর অন্যতম। কিন্তু বিধাননগর পুরভোট নিয়ে ইতিমধ্যেই তরজা বাড়ছে শাসক এবং বিরোধী দলের মধ্যে।
আর এসবের মাঝেই এবার বিধাননগর পুরভোটে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর পুরভোটে নিরাপত্তা কতটা বজায় থাকবে, তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে।
সোমবার মামলার শুনানিতে হাইকোর্টের তরফ থেকে পাল্টা রাজ্য সরকার এবং কমিশনের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হল। আগামী ৯ ফেব্রুয়ারি এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিধাননগর পুরভোটের প্রাক্কালে হাইকোর্টের তরফ থেকে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার ব্যাপারে যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।