বাংলার খবর
বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান হলেন সব্যসাচী দত্ত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত সোমবার ৪ পুরনিগমের ভোটের ফলাফল ঘোষণার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব। বাকি ছিল আসানসোল, বিধাননগর এবং চন্দননগর পুরনিগমের মেয়র নাম ঘোষণা। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের জাতীয় কর্মসমিতির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই এই তিন পুরনিগমের মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণা করা হলো।
সভার শেষে নাম ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে এর মধ্যে বিধাননগর কর্পোরেশনের দিকেই সকলের নজর ছিল। বিধাননগরের মেয়র পদে কৃষ্ণা চক্রবর্তী এবং সব্যসাচী দত্তকে নিয়ে সবথেকে বেশি জল্পনা ছিল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কৃষ্ণা চক্রবর্তীকে বিধাননগরের মেয়র হিসেবে নির্বাচিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব্যসাচী দত্তকে করা হয়েছে চেয়ারম্যান। ডেপুটি মেয়র হিসেবে অনিতা মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধান নগরে প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। সেই সময় মেয়রের দায়িত্ব সামলেছেন কৃষ্ণা চক্রবর্তী।
তাই একাংশের ধারণা ছিল সব্যসাচী দত্তকেই হয়তো আবারও মেয়র করা হবে। কিন্তু দলবদলটাই সব্যসাচীর মেয়র হওয়ার পথে বড় বাঁধা হয়ে দাঁড়ালো বলেই মনে করা হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণার পরই জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন সস্ত্রীক সব্যসাচী দত্ত। মুখ্যমন্ত্রী সব্যসাচীর স্ত্রীকে একটি শাড়িও উপহার দেন। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের বাড়িতেও যান তিনি। কৃষ্ণা চক্রবর্তীও জয়লাভের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসেন। মেয়র নির্বাচিত হওয়ার পরই কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, ‘দিদির সঙ্গে আমি দেখা করব। দিদি ছাড়া আমার কে আছে। দিদি আমার উপর ভরসা রেখেছেন। সেই সম্মান আমি দিতে চাই। বিধাননগরের জল, আলো, রাস্তাসহ সমস্ত কাজেই আরও বেশি করে নজর দিতে চাই।’ আসানসোলের মেয়র হয়েছেন বিধান উপাধ্যায়। চেয়ারম্যান করা হয়েছে অমরনাথ চট্টোপাধ্যায়কে। ডেপুটি মেয়র হচ্ছেন অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক। আবারও চন্দননগরের মেয়র নির্বাচিত হয়েছেন রাম চক্রবর্তী।