বাংলার খবর
বৌয়ের মারের ভয়ে কোনও দিন বাংলাদেশ যাবেন না ভূবন বাদ্যকর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গানের জেরে পেশা ছাড়লেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ‘বাদাম কাকু” ভূবন বাদ্যকর। আর বাদাম বিক্রি করবেন না, জানিয়ে দিলেন তিনি৷ এছাড়া, এই প্রথম ভূবন বাদ্যকরের গানের কপিরাইট হল।
ইলামবাজারের ‘গোধূলিবেলা’ মিউজিক সংস্থার পক্ষ থেকে তিন লক্ষ টাকার কপিরাইট করা হল। সংস্থার পক্ষ থেকে শুক্রবার কপিরাইটের দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ভূবনবাবুর হাতে৷ বাদাম বিক্রি করতে করতে প্রথম গান ধরেছিলেন ভূবন বাদ্যকর৷ সেই গানের ভিডিও স্যোসাল নেটওয়ার্ক দুনিয়ায় ছড়িয়ে পরে৷ ভারতের চলচ্চিত্র জগতের তারকা থেকে শুরু করে বিদেশি পপ তারকারাও তাঁর ‘কাঁচা বাদাম’ গানে নাচ করায় স্যোসাল সাইটে আরও ভাইরাল হয়েছেন৷ এবার বীরভূমের এই ভূবন বাদ্যকরের গানের কপি রাইট হল। ইলামবাজারের গোধূলিবেলা মিউজিক সংস্থা তাঁর গানের কপিরাইট নেয়৷ তাতে সাক্ষর করেন ভূবনবাবু৷ শুক্রবার সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাকি দেড় লক্ষ টাকাও তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থার কর্ণধার গোপাল ঘোষ।
ভূবন বাদ্যকর জানান, তিনি আর বাদাম বিক্রি করবেন না৷ অর্থাৎ, নিজের পেশা ছাড়লেন তিনি৷ এমনকি, যে গানের জন্য তিনি নেট দুনিয়ায় এত জনপ্রিয় সেই গানও শোনালেন। ভূবনবাবু বলেন, ‘আর বাদাম বিক্রি করব না৷ বাদাম বিক্রি করতে গেলে খুব সমস্যা হয়৷ লোকজন ঘিরে ধরে ছবি তোলে। বিদেশ থেকেও অনেক ফোন আসে৷ নিয়ে যেতে চায়৷ কিন্তু, বাংলাদেশে কোনও দিন যাব না। বাকি সব জায়গায় যাব৷ বাংলাদেশে গেলে বউ মারবে৷ বউ পছন্দ করে না আমি বাংলাদেশ যাই৷ অন্য মেয়েদের সঙ্গে নাচ-গান করলেও বউ রেগে যায়।’ গোধূলিবেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে গোপাল ঘোষ বলেন, ‘ভূবনদার গান নিয়ে স্যোসাল সাইটে সবাই রোজগার করছে৷ অথচ ভূবন দা টাকা পাচ্ছেন না৷ তাই আমরা কপিরাইট করে নিলাম। সেই টাকা ভূবনদাই পাবেন৷ আজ কপিরাইটের দেড় লক্ষ টাকার চেক তুলে দিলাম। আগামী সপ্তাহের মধ্যে বাকি টাকাটা উঠিয়ে দেওয়া হবে।’