ভাইরাল খবর
নতুন গান রেকর্ড করতে এবার মুম্বই পাড়ি দিলেন রকস্টার ভুবন বাদ্যকর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তাঁর গানের জন্য নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল তিনি। ট্রেন্ডিং সেনশনে রয়েছেন তিনি। তাঁর গান জয় করেছে আট থেকে আশি সকলের মন। আর কারও কথা বলছি না! কথা হচ্ছে ‘কাঁচাবাদাম’ খ্যাত গায়ক ভুবন বাদ্যকরকে নিয়ে।
অতিসম্প্রতি ‘বাদাম,বাদাম দাদা কাঁচা বাদাম…’ গানটি গেয়ে নেটপাড়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। তাঁর এই ভাইরাল হওয়া গান প্রশংসা কুড়িয়েছে অসংখ্য মানুষের। টলি থেকে বলি এমনকি কেন্দ্রীয় মন্ত্রীও টুইট করে ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তাঁর ভাইরাল হওয়া এই গানে কোমর দুলিয়েছেন নায়ক-নায়িকারাও। এমনকি এই গান গেয়ে অসংখ্য ভারতীয়ের মন জিতে নিয়েছেন তাঞ্জিনিয়ার বাসিন্দা কিলি পল এবং নিমা পল।
শুধু তাই নয়, বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন বিভিন্ন রিয়েলিটি শো’তেও অংশগ্রহণ করছেন। দাদাগিরির মঞ্চে পারফরম্যান্স দেখানোর পর এবার তিনি আসছেন স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’ শোয়ে’ও তাঁকে দেখা যাবে পারফরম্যান্স করতে। আগামী ২৬ মার্চ শুরু হবে এই অনুষ্ঠান। যেখানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সুপারস্টার জিৎ।
আরও পড়ুন: ফের স্বমহিমায় ভুবন বাদ্যকর, হাসপাতাল থেকে ফিরেই বাঁধলেন নতুন গান
অন্যদিকে এরই মাঝে ভাইরাল এই সঙ্গীতশিল্পী পাড়ি দিলেন মুম্বই। যেখানে তিনি তার নতুন গান রেকর্ডিং করার জন্য পা রেখেছেন। বীরভূমের গোধূলি বেলা মিউজিক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন গান রেকর্ডিং করতে তিনি মুম্বই পাড়ি দিয়েছেন। এখানেই তাঁর নতুন গান ‘আমার নতুন গাড়ি’ রেকর্ড হবে এবং তা আগামী এক মাসের মধ্যে রিলিজ হবে।
আরও পড়ুন: চেন্নাইয়ের কনিষ্ঠতম মেয়র, জেনে নিন প্রিয়ার আসল পরিচয়
দিন কয়েক আগে গাড়ি চালাতে গিয়ে যে দুর্ঘটনার কবলে পড়েছিলেন সেই দুর্ঘটনার অভিজ্ঞতার কথায় তার এই নতুন গানে তিনি তুলে ধরতে চলেছেন। মুম্বইয়ে পৌঁছে তাঁকে একেবারে রকস্টার বেশে সাজানো হয়েছে। যা দেখে তিনিই জানিয়েছেন, ‘একেবারে ছোকরা সাজিয়ে দিয়েছে। দেখতে ভালো লাগছে।’গোধূলি বেলা মিউজিক সংস্থার কর্ণধার গোপাল ঘোষ জানিয়েছেন, ভুবনদার নতুন গান শুটিং করা হবে। আশা করি আগের মতই জনপ্রিয় হবে এই গান।”