বাংলার খবর
আবার ভাটপাড়ায় গুলি! অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তৃণমূল নেতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:বাড়ির সামনে তৃণমূল নেতাকে গুলি দুষ্কৃতীদের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন। আক্রান্ত তৃণমূল নেতার নাম অসীম রায় (৫৬)। বুধবার সকাল ৭.৪০ নাগাদ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর রোডের ফিঙ্গাপাড়া বটতলা যুবকবৃন্দ ক্লাবের কাছে।
তৃণমূলের আহ্বায়ক অসীম বাবু জানান, রথতলা বাজারে পার্টি অফিসে যায়ার জন্য টোটো ধরবেন বলে বাড়ির ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিলেন। তখন দু’টি সাইকেলে করে তিনজন যুবক এসে আচমকাই তাঁর ওপর হামলা চালায়। গুলি চালাতে গেলে তিনি হাত দিয়ে বাধা দিলে গুলি লখ্যভ্রষ্ট হয়। তারপর তিনি পালাতে গিয়ে রাস্তায় পড়ে যান।
তখন পিস্তলের বাট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। তারপর ঝিলমাঠের দিকে পালিয়ে যায়। অসীম বাবুর অভিযোগ, বিজেপির লোকজন তাঁর ওপর এই হামলা চালিয়েছে। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে। পদ্ম শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই গুলি চলেছে ভাটপাড়ায়।