বিছানা ছেড়ে উঠতে পারছেন না কমেডি কুইন? প্রকাশ্যে ভারতী সিং
Connect with us

বিনোদন

বিছানা ছেড়ে উঠতে পারছেন না কমেডি কুইন? প্রকাশ্যে ভারতী সিং

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাসখানেক আগেই মা হয়েছেন কমেডি কুইন ভারতী সিং। এর কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়েছে ভারতী সিংয়ের মৃত্যুর খবর। এবার তাতে নিজের প্রতিক্রিয়া দিতে দেখা গেল কমেডি কুইনকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গিয়েছে বিছানায় শুয়ে রয়েছেন ভারতী সিং। ছবিটি শেয়ার করে বলা হয়, অসুস্থ তিনি। এতটাই যে বিছানা ছেড়ে উঠতে পারছেন না! তবে এই ঘটনা কি আদৌ কি সত্যি? সেই বিষয় নিয়ে নিজেই মুখ খুললেন ভারতী।

এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ‘অনেক খবর আসছে আমার চোট লেগেছে। আমি উঠতে পারছি না বিছানা থেকে। এই সব ভুল। যে নিউজ চ্যানেল এই খবর দিয়েছে তাঁদের বলতে চাই আরও অনেক খবর আছে। বন্যায় যাদের ঘর ভেঙেছে তাঁদের দেখান, করোনার খবর দিন, কতজন করোনা থেকে সেরে উঠছেন সেটা দিন। কিন্তু এভাবে আমার প্রেগন্যান্সির সময়ের ছবি দিয়ে ভুয়ো খবর দেখানো একদম ঠিক নয়।’

Advertisement


Advertisement

ভারতী আরও বলেন, ‘জানি আমাকে অনেকে ভালোবাসে। আমার জন্য চিন্তা করে। তাই আপনাদের অনেক ভিউস মিলবে। কিন্তু তা বলে ভুল খবর দেখাবেন না দয়া করে। আর যারা আমার খোঁজ নিয়ে আমায় ম্যাসেজ করেছেন, তাঁদের অনেক ধন্যবাদ।’

Continue Reading
Advertisement