প্রকাশিত হতে না হতেই বাজিমাত! বেস্ট সেলারের তকমা পেল 'অন্য মমতা'
Connect with us

বাংলার খবর

প্রকাশিত হতে না হতেই বাজিমাত! বেস্ট সেলারের তকমা পেল ‘অন্য মমতা’

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাঁর প্রকাশিত ‘অন্য মমতা’ বই এবার বেস্ট সেলারের তকমা পেল। যাঁকে নিয়ে এই বই, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই কথা জানিয়েছেন।

রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলেই চেনেন ও জানেন। কিন্তু তার বাইরেও অন্য এক মমতা আছেন। সেই মমতা অনেকের কাছেই অজানা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অচেনা ও অজানা গল্পগুলোই ধরা পড়ছে রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী প্রকাশিত ‘অন্য মমতা’ বইয়ের দুই মলাটের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা দিকগুলোকে নিয়ে এই ধরণের বই এই প্রথম। ফলে প্রথম থেকেই এই বইকে নিয়ে পাঠক কুলের আগ্ৰহ ছিল অসীম। নামিদামি লেখকদের বইয়ের মধ্যেও কলকাতা বইমেলায় ‘অন্য মমতা’-এর চাহিদা ছিল চোখে পড়ার মতো। এই বই কী ভাবে সংগ্রহ করা যাবে, তা জানতে চেয়ে প্রতিদিনই বেঙ্গল এক্সপ্রেস, ট্রাইব টিভির দফতরে আসছে অসংখ্য ফোন। এবার প্রকাশিত হতে না হতেই বাজিমাত। বেস্ট সেলারের তকমা পেল ‘অন্য মমতা’। অন লাইনেও এই বইয়ের চাহিদা তুঙ্গে। এই বই অ্যামাজনের মতো অনলাইন অ্যাপসেও আলোড়ন ফেলে দিয়েছে। পাঠকদের কাছে ‘অন্য মমতা’র চাহিদা প্রচুর। আর এই আনন্দ সংবাদ সোমবার নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ২৮ ফেব্রুয়ারি ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রকাশিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা কাহিনী সংকলিত বই ‘অন্য মমতা’। কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বইটি প্রকাশ করেন রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি এবং ট্রাইব টিভের কর্ণধার কৃষ্ণ কল্যাণী। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন সহ বিশিষ্ট কবি, সাহিত্যিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা তথ্যের পাশাপাশি এই বইয়ে তাঁর বিভিন্ন সময়ের বেশ কিছু দুর্লভ ও দুষ্প্রাপ্য ছবিও রয়েছে। যা বইটিকে আরও সমৃদ্ধ করেছে।

Advertisement

চিত্রশিল্পী, কবি, সাহিত্যিক, নাট্যকার, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী, সংস্কৃতি জগৎ-সহ সমাজের সর্বক্ষেত্রের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি জননেত্রীর অজানা এক একটি দিককে তুলে ধরতে কলম ধরেছেন এই বইয়ে। চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, কবি জয় গোস্বামী, মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংবাদিক কিংশুক প্রামাণিক, মন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, সাংসদ মালা রায়, অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া, সাংবাদিক তরুণ গোস্বামী, সাহিত্যিক ও প্রকাশক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক আবুল বাশার, গায়ক কবীর সুমন, অভিনেত্রী ও পরিচালক সুদেষ্ণা রায়, সমাজকর্মী অনন্যা চক্রবর্তী, চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, নাট্যকার তথা রাজনীতিবিদ অর্পিতা ঘোষের মতো প্রথিতযশাদের লেখা বইটিকে অনন্য করে তুলেছে। সত্যিকারের অন্য মমতাকেই খুঁজে পাওয়া যাবে এই বইয়ে।

এই বই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ মুখ্যমন্ত্রীর তহবিলে দান করার কথা আগেই জানিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি কথা রেখেছেন। অন্য মমতা বইয়ের জন্য প্রকাশক কৃষ্ণ কল্যাণী রয়্যালটি বাবদ ইতিমধ্যেই ১০ লক্ষ টাকা দিয়েছেন বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই টাকা তিনি জনকল্যাণ মূলক কাজের জন্য দিয়ে দিয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে জানা গিয়েছে।

কিছুদিন আগেই কৃষ্ণ কল্যাণী প্রযোজিত পূর্ণদৈর্ঘ্যের সাঁওতালি চলচ্চিত্র ‘আশা’ দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছে। এই চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেত্রী ডগর টুডু। এবার তাঁর প্রকাশিত ‘অন্য মমতা’ বই বেস্ট সেলারের তকমা পেল। ‘অন্য মমতা’ বাংলায় প্রকাশিত হলেও সমাজের সর্বস্তরে প্রশংসিত হওয়ায় এবং আশাতীত চাহিদার কথা মাথায় রেখেই বইটি ভবিষ্যতে হিন্দি ও ইংরেজিতেও প্রকাশ করার পরিকল্পনাও করছেন প্রকাশক কৃষ্ণ কল্যাণী।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.