সামনে এল দেবের নতুন ছবি 'কিসমিস' এর ট্রেলার, শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'কিসমিস'
Connect with us

বিনোদন

সামনে এল দেবের নতুন ছবি ‘কিসমিস’ এর ট্রেলার, শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘কিসমিস’

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  দেব অধিকারী অর্থাৎ দেব এই মুহূর্তে টলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেতা। তিনি শুধু এখন অভিনেতা নন। অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি প্রযোজনাও করেছেন বেশ কয়েকটি ছবিতে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর প্রযোজিত ছবি ‘টনিক’। ছবিটি সুপার হিট। বিশেষত বয়স্ক মানুষদের মনকে ছুঁয়েছে এই ছবিটি। এরপর মুক্তি পেতে চলেছে দেব প্রযোজিত পরবর্তী ছবি ‘কিসমিস’। মুক্তি পেয়েছে কিসমিসের ট্রেলার। ট্রেলার থেকেই আন্দাজ করা যাচ্ছে টনিক-এর মতোই নতুন কিছু উপহার পেতে চলেছে দর্শক মহল।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘কিসমিস’ মুক্তি পেতে চলেছে আগামী মাসের ২৯ তারিখ। এই ছবিতে দেবের বিপরীতে আছে রুক্মিণী মৈত্র। এছাড়াও আছেন খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু এবং জুন মালিয়া। দীর্ঘ অপেক্ষার পরই মুক্তি পাচ্ছে ‘কিসমিস’। এটি একটি রোমান্টিক কমেডি ছবি। এই ছবিতে দেবকে দেখা যাবে আলাদা আলাদা টাইমলাইনে ভিন্ন চরিত্রে। ১৬-১৭ বছর বয়স থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত। আর এই কারণেই দেব ১৫ কেজি ওজন কমিয়েছেন। প্রত্যেক ছবি প্রস্তুত হওয়ার আগে একটি করে ওয়ার্কশপ হয়। একইভাবে এই ছবির ক্ষেত্রেও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। আর এই ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ছবির নির্মাণে।

আরও পড়ুন: মাত্র ২৪-এ না ফেরার দেশে চলে গেলেন ‘গাল্লিবয়’ খ্যাত র‍্যাপার ধর্মেশ

Advertisement

এই ছবিতে দেব অভিনীত চরিত্রের নাম কৃশানু চ্যাটার্জী। অপরদিকে রুক্মিণী অভিনীত চরিত্রের নাম রোহিনী সেন। দেব তথা কৃশানুর বাবা-মার ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় ও অঞ্জনা বসুকে। রোহিনীর অর্থাৎ রুক্মিনীর মা ও বাবার চরিত্রে দেখা যাবে জুন মালিয়া ও কমলেশ্বর মুখোপাধ্যায়। ‘কিসমিস’- এমন একটি খাবার, যা দেখতে তেমন আকর্ষণীয় না হলেও খেতে বেশ ভালোই। এই ‘কিসমিস’ নামকরণের মধ্য দিয়েই ছবি সম্পর্কে মোটামুটি একটা আন্দাজ করা যেতে পারে।

আরও পড়ুন: The Kashmir Files: ‘কাশ্মীরি পন্ডিতদের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুঃখের’, ছবি নিয়ে মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট

রোমান্টিক-কমেডি ‘কিসমিস’এ কয়েকটি ভিন্ন টাইমলাইনে প্রেম সম্পর্কিত কথা বলা হয়েছে। তবে ছবিতে রাজনৈতিক প্রেক্ষাপটও স্থান পেয়েছে। বর্তমান প্রজন্মের কাছে প্রেমের অর্থ কী? তাদের প্রেম সম্পর্কে ধারণা, এই সব কিছুই এই ছবিতে ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক। যদিও পুরো ছবির গল্প জানতে আর ছবিটিকে উপভোগ করার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে দর্শকদের।

Advertisement