অনুর্ধ্ব-১৪ জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলার মেয়ে
Connect with us

বাংলার খবর

অনুর্ধ্ব-১৪ জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলার মেয়ে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অঙ্কে মস্তিষ্ক ভালো হওয়ার জন্য মেয়েকে দাবাতে ভর্তি করানো। তার পর থেকেই দাবায় এক এর পর এক সাফল্য। এবার অনুর্ধ্ব-১৪ জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হল বাংলার মেয়ে মৃত্তিকা মল্লিক।

বাড়ির কেউ দাবাড়ু নন৷ শুধুমাত্র নিজের চেষ্টা আর অধ্যাবসায়ের জোরেই আজ চ্যাম্পিয়ন হয়েছে হুগলির চুঁচুড়ার ২ নম্বর কাপাসডাঙা কলোনির বাসিন্দা মৃত্তিকা৷ হুগলির বিনোদিনী গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী মৃত্তিকা।

পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা গান গাওয়ার প্রতি ঝোঁক রয়েছে তার। মৃত্তিকার মা মেয়ের সাত বছর বয়সে একদিন দাবা কিনে আনেন৷ দাবা খেললে মাথা পরিষ্কার হয়, মেয়ে অঙ্কে ভালো হবে সেই আশায় মেয়েকে দাবায় ভর্তি করান তিনি।

Advertisement

আরও পড়ুন: বঞ্চনার অভিযোগ তুলে জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবি বিজেপি বিধায়ক সৌমিত্রর

মৃত্তিকার দাবায় হাতে খড়ি হয় তাদেরই এক প্রতিবেশী বাণী সরকারের হাতে। এরপর চুঁড়ুড়া টাউন ক্লাবে অভিষেক সরকারের কাছে শেখা৷ আর এখন কলকাতার গোর্কি সদনে সে দুর্গাপ্রসাদ মহাপাত্রর কাছে দাবা খেলায় পারদর্শী হয়ে উঠছে

মৃত্তিকার ঝুলিতে পুরস্কারের সংখ্যা ও কম নয়। অনুর্ধ্ব-১১ জাতীয় দাবায় রানার্স হয়েছিল মৃত্তিকা। ২০২১ সালে অনুর্ধ্ব-১৩ এশিয়ান স্কুল দাবার অনলাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সে। ২০২২ সালে অনলাইন দাবায় এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে ‘এ’ দলে খেলে মৃত্তিকা। ওই প্রতিযোগিতায় সে ব্যক্তিগত ও দলগতভাবে চ্যাম্পিয়ন হয়। অনুর্ধ্ব-১৪ জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়ে সে এবার অনুর্ধ্ব-১৪ ও অনুর্ধ্ব-১৬ এশিয়ান ও বিশ্ব দাবায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে।

Advertisement

আরও পড়ুন: আজ বিকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আগামী দিনে মেয়েকে আরও বড় দাবাড়ু বানানোর লক্ষ্যে এগিয়ে চলেছেন তাঁরা৷ তবে দাবার মতো দামি খেলা খেলানোর মতো আর্থিক সঙ্গতি নেই পরিবারটির৷ দাবা খেলার জন্য অনেক সরঞ্জামই মেয়েকে কিনে দিতে পারেন না বলেন মৃত্তিকার বাবার আফশোসের অন্ত নেই৷ কিন্তু মেয়ে যে সব বাধা পেরিয়ে একের পর এক ট্রফি জিতে চলেছে৷ তাই সাধ্য না থাকলেও, সাধ আছে মৃত্তিকার পরিবারের৷

মৃত্তিকা এদিন জানায়, প্রতিবেশী বাণী সরকারের কাছে দাবা খেলা শিখতে যাওয়ার পর তার প্রশিক্ষক তাকে একটি দাবার টুর্নামেন্ট দেখাতে নিয়ে যান। সেই থেকেই মৃত্তিকার দাবার প্রতি আগ্রহ। দিনের বেশিরভাগ সময় সে দাবা নিয়েই কাটায়। জাতীয় স্তরে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় থেকেই দৃঢ় প্রতিজ্ঞ ছিল মৃত্তিকা। ১৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে অনূর্ধ্ব ১৪ জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সে।

Advertisement

মৃত্তিকার মা মীনাক্ষী মল্লিক বলেন, ”৭ বছর বয়সে পড়াশোনায় ভালো হবে বলে দাবা কিনে দিয়েছিলাম৷ ও দাবাড়ু হয়ে যাবে ভাবিনি৷” মৃত্তিকার বাবা অরিন্দম মল্লিক জানান, মধ্যবিত্ত ঘর থেকে দাবায় চ্যাম্পিয়ন হওয়াটা ইশ্বরের আশীর্বাদ৷

আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে নবান্নের বৈঠক বয়কট শুভেন্দুর

তিনি আরও বলেন, ”দাবা খুব দামি খেলা। দাবার প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রশিক্ষকদের বেতনও অনেক। তারমধ্যে তার মেয়ের সাফল্য তাদের সমস্ত পরিশ্রমকে ভুলে মেয়েকে এগিয়ে নিয়ে যেতে উদ্দীপ্ত করে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.