বিনোদন
“মা হওয়া মুখের কথা নয়”, ছেলেকে নিয়ে শুটিংয়ে ফিরেই নজির গড়লেন রূপসা

মাতৃত্ব আর কর্মজীবন—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে অভিনয়ের মঞ্চে সাহসী প্রত্যাবর্তন করলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। মাত্র সাড়ে তিন মাসের সন্তানকে কোলে নিয়েই তিনি ফিরে এসেছেন শুটিং ফ্লোরে। আর এই নতুন সফরের কথা তিনি নিজেই ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ছবিতে দেখা যাচ্ছে, মেকআপ রুমে আয়নার সামনে দাঁড়িয়ে ছেলে কোলে নিয়ে একটি মুহূর্ত বন্দি করেছেন রূপসা। ক্যাপশনে লিখেছেন, মা হওয়ার পর এটা তাঁর জীবনের এক নতুন অধ্যায়। সন্তানকে সঙ্গে নিয়েই শুরু করছেন নতুন ওয়েব সিরিজের লুক টেস্ট। জানা গেছে, শুধু লুক টেস্টই নয়—পুরো শুটিং চলাকালীন সময়েও সন্তানকে সঙ্গেই রাখবেন অভিনেত্রী।
কারণটা খুবই সহজ। রূপসা এখনো সন্তানকে স্তন্যপান করাচ্ছেন। তাই ছেলেকে বাড়িতে রেখে দীর্ঘ সময় শুটিং ফ্লোরে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। কাজেই শুটিংয়ের মাঝে, মেকআপ রুমে কিংবা ফাঁকে ফাঁকে, সন্তানের ক্ষুধা মেটাতে দেরি করবেন না তিনি। সঙ্গে থাকবেন রূপসার মা, যিনি ফ্লোরে কাজ করার সময় দেখভাল করবেন ছোট্ট নাতিকে।
View this post on Instagram
এই সাহসী সিদ্ধান্ত রূপসার মাতৃত্ব ও পেশাদারিত্ব—দুটিকেই সম্মান জানায়। তিনি চান, তাঁর সন্তান ছোট থেকেই জানুক তার মা কী কাজ করেন, কীভাবে করেন। আসলে এই যাত্রা শুরু হয়েছিল আরও আগে। ‘বিনোদিনী’ ছবির প্রচারে অন্তঃসত্ত্বা অবস্থাতেও অংশ নিয়েছিলেন তিনি। তখন থেকেই ছেলে যেন পরোক্ষভাবে যুক্ত ছিল মায়ের অভিনয়জগৎ আর কর্মদিবসের সঙ্গে।
রূপসার এই যাত্রা কেবল একটি প্রত্যাবর্তন নয়—এ এক অনুপ্রেরণার গল্প।