বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হেলে পড়েছে একশো মিটার উঁচু নির্মীয়মান টাওয়ার। মধ্য হাওড়ার টিকিয়াপাড়ায় বেলিলিয়াস পার্কে তৈরি হচ্ছে এই টাওয়ার। বিপদের সম্ভাবনা থাকায় মঙ্গলবার ওই টাওয়ার পরিদর্শন করে পুরসভার প্রতিনিধি দল।
বিপদ রুখতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবী কর্তৃপক্ষের। মধ্য হাওড়ার বেলিলিয়াস পার্কে তৈরি হচ্ছে অত্যাধুনিক বিনোদন পার্ক। হাওড়া পুরসভার লিজ দেওয়া জমিতে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে এই পার্ক তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। এখানেই তৈরি হচ্ছে দেশের অন্যতম উঁচু টাওয়ার।একশো ফুট উঁচুতে এই টাওয়ারের মাথায় থাকবে ঘূর্ণায়মান রেঁস্তোরা। দেড়মাস আগে নির্মীয়মান এই টাওয়ারটি সামান্য হেলে যায়। এই খবর জানতে পেরে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ প্রতিনিধিরা পার্কে গিয়ে টাওয়ারটি পরিদর্শন করেন। সুজয় চক্রবর্তী জানিয়েছেন, কর্তৃপক্ষকে নোটিশ করে সমস্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পুরসভার পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করিয়ে রিপোর্ট নেওয়া হবে।
এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় অথবা শিবপুর আইআইএসটি বিশেষজ্ঞদের দিয়েও টাওয়ার পরীক্ষা করানো হবে। বিপদ যাতে না ঘটে তারজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্মাণকারী সংস্থার কর্ণধার রামরতন চৌধুরী জানিয়েছেন, ‘উদ্বেগের কোনও কারণ নেই। সামান্য অংশ (পয়েন্ট আট ডিগ্রি) হেলে পড়েছে। টাওয়ারটি হেলে পড়ার বিষয়টি নজরে আসতেই শিবপুর আইআইএসটি’র বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে। তাদের পরামর্শ মতো টাওয়ারের নিচের অংশে কংক্রিটের পিলার দিয়ে আরও মজবুত করা হচ্ছে। বর্তমানে আর বিপদের কোনও সম্ভাবনা নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ মাসের মধ্যেই পার্কটি চালু হবে।’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ