বিনোদন
পরকীয়ার জের! ফের অভিনেত্রী মিথিলার ঘর ভাঙছে , মুখ খুললেন সৃজিত
টলিপাড়ায় চরম গুঞ্জন! বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার দাম্পত্য জীবনে ফের চিঁর ধরেছে বলে, গুঞ্জনে তোলপাড় দুই বাংলা।

টলিপাড়ায় চরম গুঞ্জন! বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) দাম্পত্য জীবনে ফের চিঁর ধরেছে বলে, গুঞ্জনে তোলপাড় দুই বাংলা। শোনা যাচ্ছে, “পরকীয়ার জেরেই নাকি ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ঘর ভাঙছে!”এমন জল্পনা যখন তুঙ্গে উঠেছে, ঠিক সেই সময়েই মুখ খুললেন সৃজিত।
তাহলে সত্যিই কি মিথিলার সঙ্গে ঘর ভাঙছে সৃজিত মুখোপাধ্যায়ের ? জানলে অবাক হবার কিছু নেই, এমনটা আগেও শোনা গিয়েছিল। তবে পূর্বের সব জল্পনা উড়িয়ে টানা ৪ বছর ধরে দিব্যি সংসার করছেন মিথিলা – সৃজিত । বাংলা সিনেমার পাশাপাশি বলিউডেও কাজ করে চলেছেন সৃজিত। অন্যদিকে কাজের জন্যই মিথিলাকে অনেকটা সময় কাটাতে হয় বাংলাদেশে। তবে, এবার ভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। আর সেই কারণেই মিথিলার ঘর ভাঙছে তাঁদের মধ্যে বিচ্ছেদ আসন্ন! সত্যিটা কী?
আরও পড়ুন – “জওয়ান” নিয়ে আরও এক বিতর্কের মুখে শাহরুখ
‘ব্যোমকেশ’-এর শুটিংয়ে সৃজিত মুখোপাধ্যায় আপাতত মধ্যপ্রদেশে রয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর সেখান থেকেই দিলেন পরিচালক। সৃজিত জানান, মিথিলার সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে যা কিছু রটছে, তা সম্পূর্ণ উরোকথা।সৃজিত আরও বলেন “আমি মধ্যপ্রদেশে শুটিংয়ে ব্যস্ত, তাই এসবে মাথা ঘামাতে চাই না”। রবিবার বিকেলে মধ্যপ্রদেশে শুটিং থেকে একখানা ছবি দিয়ে পরিচালক হ্যাশট্যাগে লিখেন “নিজের শর্তে..”। ক্যাপশনে লেখা রয়েছে – “টাইম ট্রাভেল শুরু।”
আরও পড়ুন – “দ্যা ডায়েরি অব দা ওয়েস্ট বেঙ্গল,” বাংলার কাহিনী কি বাংলায় নিষিদ্ধ হবে, এবার জানুন বিস্তারিত