Norovirus : সাবধান এই শীতে বাড়ছে নোরোভাইরাস এর সংক্রামন, রইল নিয়ম
Connect with us

দেশের খবর

Norovirus : সাবধান এই শীতে বাড়ছে নোরোভাইরাস এর সংক্রামন, রইল নিয়ম

করোনার প্রকোপ কমলেও ফের নোরোভাইরাস (Norovirus) ভাইরাসে সংক্রামিত হচ্ছে অনেকে।  বছরের অন্যান্য সময়ে হওয়ার সম্ভাবনা থাকলেও শীতে নোরোভাইরাসের (Norovirus) প্রকোপ বৃদ্ধি পায়

Norovirus Attack
Rate this post

ডিজিটাল ডেস্ক : করোনার প্রকোপ কমলেও ফের নোরোভাইরাস (Norovirus) ভাইরাসে সংক্রামিত হচ্ছে অনেকে।  বছরের অন্যান্য সময়ে হওয়ার সম্ভাবনা থাকলেও শীতে নোরোভাইরাসের (Norovirus) প্রকোপ বৃদ্ধি পায়। নোরোভাইরাস আক্রমণ করলে একজন ব্যক্তি ডায়রিয়া, বমিভাব ইত্যাদি সমস্যা অনুভব করতে পারেন।

লক্ষণ: নোরোভাইরাসের (Norovirus) সবচেয়ে প্রথম লক্ষণগুলোই হলো বমিভাব, ডায়রিয়া, পেটব্যথা, জ্বর ইত্যাদি। সাথে থাকতে পারে গায়ে হালকা কাঁপুনিও।

সমাধান: এই ভাইরাসকে প্রতিরোধ করবে এমন কোনো টিকা এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি।

Advertisement

NoroVirus found

তবে নিজ থেকেই ভাইরাসটি থেকে দূরে থাকতে-

হাত পরিষ্কার রাখুন এবং ওরাল হাইজিন মেনে চলুন;

ভালোভাবে রান্না করা খাবার গ্রহণ করুন; এবং

Advertisement

ঘরের মেঝে নিয়মিত পরিষ্কার করুন।

নোরোভাইরাস (Norovirus) যদি হয়ে যায় সেক্ষেত্রে কিছুদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে। তবে এই সময়ে চিকিৎসক আপনাকে সুস্থ থাকার জন্য ডায়রিয়ার কিছু ওষুধ সেবন করার পরামর্শ দিতে পারেন।

আরোও পড়ুন – বিয়ে করছেন সিপিআইএমের নেতা শতরূপ ঘোষ কিন্তু জানেন ? কে এই পাত্রী

Advertisement
Continue Reading
Advertisement