বাংলার খবর
বি কেয়ারফুল! পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনকে হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই হবে পৌরসভার ভোট। আদালতে জমা দেওয়া হলফনামায় আগেই জানিয়ে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। বিধাননগরেও পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও সিদ্ধান্তের কথা এখনও জানায়নি নির্বাচন কমিশন।
আগামিকাল রাজ্যে ৪ পুরনিগমের ভোট। সুতরাং এই ভোট রাজ্য পুলিশ পরিচালনা করবে। পৌরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে আবেদন করে বিজেপি। বিজেপির আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনকে দেয়। শুক্রবার হাইকোর্টে বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানিতে মামলাকারীর আইনজীবী প্রধান বিচারপতির কাছে জানতে চান, কমিশন কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে কি না। কারণ এবিষয়ে তাঁরা এখনও অন্ধকারে রয়েছেন। বৈঠকের তথ্য আদালতকে জানানোর আর্জি জানান তিনি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে জানতে চান।
তিনি তখন আদালতকে জানান, কমিশনকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক ১২ ঘণ্টার মধ্যে করতে বলা হয়েছে। কিন্তু তার রিপোর্ট ১২ ঘণ্টাতেই জমা দিতে হবে, এমনটা কোথাও বলা হয়নি। কমিশন কী সিদ্ধান্ত নিচ্ছে তা তাঁর জানা নেই। তখন নির্বাচন কমিশনের আইনজীবী সোনাল সিনহা জানান, মিটিং হয়েছে। বৈঠকের সারমর্ম জানিয়ে দেওয়া হবে। তখনই প্রধান বিচারপতি কমিশনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে পরিষ্কার জানিয়ে দেন, যদি বিধাননগর ভোটে কেন্দ্রীয় বাহিনী না থাকে, আর সেক্ষেত্রে যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার দায় কমিশনারকে ব্যক্তিগতভাবে নিতে হবে। এবিষয়ে তাঁরা যেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। কমিশনের উদ্দেশে প্রধান বিচারপতি বলেছেন, ‘বি কেয়ারফুল। চাইলে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক।’ জানা গিয়েছে, বিধাননগর পুরভোট নিয়ে নবান্নে বৈঠকে বসেছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। তাঁর নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, এডিজি সিআইডি ও বারাকপুরের পুলিশ কমিশনার।