খেলা-ধূলা
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা পজেটিভ! চিকিৎসাহীন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর ফের নমুনা পরীক্ষা করানো হয়। দ্বিতীয় রিপোর্টও পজেটিভ আসে। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সামান্য উপসর্গ থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। যদিও বিসিসিআই সভাপতির স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং কন্যা সানার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভের ভাইরাল লোড ১৯.৫। সোমবার সকালে অসুস্থ বোধ করায় বিজ্ঞাপনের শুটিং বাতিল করেন সৌরভ। তার আগে অবশ্য কয়েকটি বিজ্ঞাপনের শুটিং এবং টেলিভিশন শো-এর শুটিংও করেছিলেন। তারপরেই তাঁর করোনা টেস্ট করা হয়। রিপোর্ট পজেটিভ আসায় সোমবার রাতেই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর চিকিৎসা হাসপাতালেই হবে, না কি বাড়িতে ফিরে আইসোলেশনে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।
সৌরভের শারীরিক অবস্থা বিচার করেই চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে শোনা যাচ্ছে সৌরভ বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চাইছেন। কিন্তু তিনি কীভাবে করানো আক্রান্ত হলেন তা এখনও স্পষ্ট নয়। তবে গত কয়েক দিনে তিনি দেশ-বিদেশে ঘুরেছেন। কয়েকদিন আগেই ফিরেছিলেন মুম্বই থেকে। সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিকেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎাসধীন ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেসময় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেসময় অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন পর হাসাপাত থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। পরবর্তীতে ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা নিয়ে অন্য একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিন পরই পুরোদমে কাজও শুরু করেন বিসিসিআই সভাপতি।
শুরু করেছিলেন শুটিংয়ের কাজও। কিন্তু করোনার হাত থেকে তিনিও রেহাই পেলেন না। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়, তাঁর শাশুড়ি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় প্রায় এক সপ্তাহ বেহালার বাড়িতে নিভৃতবাসে ছিলেন সৌরভ। তারপর সৌরভের মা করোনায় আক্রান্ত হন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেই সময় সৌরভেরও টেস্ট করা হয়েছিল। তখন তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। সোমবার সৌরভের করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়। চিকিৎসকদের পরামর্শেই রাতে সৌরভকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।