খেলা-ধূলা
বিরাট ইস্যুতে অবশেষে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বুধবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। নাম না করে সরাসরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডকে আক্রমণ করে বিরাট বলেছিলেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময় বিসিসিআই একবারও বিরধিতা করেনি।
বরং সেটাকে সাদরে গ্রহণ করেছিল। অথচ বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, বিরাট কোহিলিকে অধিনায়কত্ব ছাড়তে বোর্ড বারন করেছিলেন। এবং একদিনের অধিনায়কত্ব যাওয়া নিয়ে বিরাট জানিয়েছিলেন তাঁকে নাকি মাত্র দেড় ঘণ্টা আগে জানানো হয়েছিল। বিরাটের এই অভিযোগও উড়িয়ে দিয়েছে বোর্ড। সুতরাং, কোহলি সরাসরি সৌরভের দিকেই আঙ্গুল তোলেন। কোহলির এই অভিযোগের পর থেকে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। কোহলির অনুগামীরা একদিকে যেমন সৌরভের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তেমনই সোশ্যাল মিডিয়ায় সৌরভের পদত্যাগের দাবিও ওঠে। চুপ থাকেননি সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিও।
তিনি সৌরভকেই সামনে এসে সমস্ত কিছুর জবাব পরিষ্কার করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিরাট কোহলির এই মন্তব্যের পর দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সতর্ক করেছিলেন বিরাট কোহলিকে। ফলে চাপ আসতে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপর। প্রথমদিকে নীরব থাকলেও, অবশেষে মুখ খুললেন তিনি। বৃহস্পতিবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে কিছু বলতে রাজি না হলেও পরে তিনি বলেন, ‘অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। এটা আমার ব্যক্তিগত বিষয় নয়। সুতরাং ব্যক্তিগত ভাবে কিছু করব না। বিসিসিআই বিষয়টি দেখছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এবং যথা সময়ে বিসিসিআই যথাযথ ব্যবস্থা নেবে।’