অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, প্রাণ কাড়ল বারুইপুরের তরুণীর
Connect with us

বাংলার খবর

অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, প্রাণ কাড়ল বারুইপুরের তরুণীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার বিকেল থেকে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ। তীর্থ করতে গিয়ে অমরনাথে আটকে বাংলার বহু পুণ্যার্থী। উদ্বেগে রয়েছে তাঁদের পরিবার।

এরই মধ্যে এল প্রথম দুঃসংবাদ। অমরনাথ যাত্রায় মা-মামার সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন বাংলার ১ তরুণী। মৃত তরুণী দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা। নাম, বর্ষা মুহুরী। তিনি ভূগোলে MSC করছিলেন।

শুক্রবার অমরনাথ যাওয়ার পথে মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে বিপর্যয়ের মুখে পড়েছিলেন কিছু পুণ্যার্থী। তাঁদের মধ্যে ছিলেন বারুইপুরের বর্ষা। জানা গিয়েছে, বর্ষা মহুরির সঙ্গে ছিলেন তার মা, মামা ও প্রতিবেশী। সবমিলিয়ে সাত জন অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

Advertisement

আরও পড়ুন: অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে আটকে বাংলার পুণ্যার্থীরা, নবান্নে চালু করা হল হেল্পলাইন

জানা গিয়েছে, বর্ষার বাবাকে জানানো হয়নি মেয়ের মৃত্যু সংবাদ। এলাকার কাউন্সিলর বিকাশ দত্ত জানাচ্ছেন বর্ষার বাবা চন্দন মুহুরী হৃদরোগে আক্রান্ত। তাই মেয়ের মৃত্যুর সংবাদ তাঁকে জানানো হয়নি।

তিনি আরও বলেন, “আমরা সংবাদমাধ্যমেই প্রথম খবরটা জানতে পারি। ওদের ঘরে তালাবন্ধ। জানতে পেরেছি, ওরা ১ তারিখে এখান থেকে বেরিয়েছিল এবং গত ৫ জুলাই অমরনাথের পথে যাত্রা করে। সাত তারিখেই এই দুর্ঘটনা ঘটেছে। চক্রবর্তী পাড়ার বাসিন্দা চন্দন মুহুরীর পরিবারের সদস্যরাও ছিলেন। যাঁরা আটকে রয়েছে তাঁদের যাতে ফিরিয়ে আনা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি। আমরা বিধায়ক বিমান বন্দ্য়োপাধ্যায়ের থেকেও সাহায্য চেয়েছি। তিনি সাহায্যের আশ্বাস দিয়েছে।”

Advertisement

আরও পড়ুন: অমরনাথে নিখোঁজ হাওড়ার তিন মহিলা, উদ্বিগ্ন পরিবার

অন্যদিকে, অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে-পড়া পর্যটকদের বিষয়ে খবর নেওয়ার জন্য আগ্রহীরা পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোল রুম নম্বর 033-22143526-এ যে কোনও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। অমরনাথের দুর্ঘটনার খোঁজখবর দিতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম (০০৩২২১৪৩৫২৬)। দিল্লি রেসিডেন্ট কমিশনারের অফিস যোগাযোগ রাখছে জম্বু কাশ্মীরের সঙ্গে।

Advertisement