বড়সড় ধাক্কা খেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং! ভগ্নিপতি ও ভাইপো বিজেপি ছেড়ে ফিরলেন তৃণমূলে
Connect with us

বাংলার খবর

বড়সড় ধাক্কা খেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং! ভগ্নিপতি ও ভাইপো বিজেপি ছেড়ে ফিরলেন তৃণমূলে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুদিন আগেই রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি হবে নির্বাচন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে। কিন্তু মনোনয়ন জমা করার দিন শেষ হতেই শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাহার করার পালা।

এবার সেই ধাক্কা খেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পরিবারে এবার তৃণমূলের থাবা। শনিবার ৪ কর্পোরেশনের ভোটের দিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুনের ভগ্নিপতি তথা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এবং ভাইপো সৌরভ সিং। পৌরভোটে গারুলিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন সুনীল।

অন্যদিকে, ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন সৌরভ। শনিবার দু’জনই ব্যারাকপুরের তৃণমূল কার্যালয়ে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে নাম লেখান। শনিবার দলবদল করে সুনীল বলেন, ‘বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম। ফিরে এসে সেই ভুল শুধরে নিলাম। বিজেপির মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব।’

Advertisement