শিক্ষক দুর্নীতি মামলায় জর্জরিত বাঁকুড়াবাসী
Connect with us

বাংলার খবর

শিক্ষক দুর্নীতি মামলায় জর্জরিত বাঁকুড়াবাসী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক শিক্ষকের পরিবর্তে তাঁর ভাইপো স্কুলে পড়াচ্ছেন। এমনি ঘটনা ঘটল বাঁকুড়ার জয়পুরের আঙারিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। রাজ্যে যেখানে শিক্ষক দুর্নীতি মামলায় জর্জরিত সেখানে বাঁকুড়ার জয়পুর ব্লকের আঙারিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে অবাক করা ঘটনা ঘটল। আঙারিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রতে শিক্ষকের পরিবর্তে তাঁর ভাইপো স্কুলে ক্লাস নেই, এমনই অভিযোগ করেন এলাকার স্থানীয় মানুষজন ও স্কুলের ছাত্র-ছাত্রীরা ।

এই অভিযোগ পেয়ে জয়পুর ব্লকের বিডিও স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাতা চেক করেন। মিড ডে মিলের খাবারের সাথে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাজিরার খাতার ব্যাপক গরমিল, আর সেই গরমিল পেতেই স্কুলের প্রধান শিক্ষককে প্রশ্ন করলে আরো এক দুর্নীতি স্বীকার করে নেন স্কুলের প্রধান শিক্ষক। তবে স্কুলের প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্কুলে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হয়নি, এমনকি অনেক বিষয়ের শিক্ষক নেই। কোন রকমের স্কুল চলছে বলেই জানান তিনি।

এদিকের এলাকাবাসীদের অভিযোগ একজন শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুল না আসার কারণে তার ভাইপো স্কুল চালাচ্ছে, তিনি এই বিষয়টি এড়িয়ে গেলেও মিড ডে মিলের হিসাব বিডিওর সামনে পেশ করতে পারেননি তিনি। এদিকে, কিভাবে একজন শিক্ষক নিয়োগ হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি।

Advertisement