বাংলার খবর
বাঁকুড়া পুলিশের বড় সাফল্য, হাইজ্যাক হওয়ার আগেই উদ্ধার ট্রাক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ট্রাক হাইজ্যাক কান্ডের কিনারা করল বাঁকুড়া জেলা পুলিশ। গত ৪ জানুয়ারি বাঁকুড়ার শালতোড়া থানার রানীপুর এলাকা থেকে স্পঞ্জ আয়রন বোঝাই একটি ট্রাক হাইজ্যাক করে দুস্কৃতিরা। ঘটনার দু’সপ্তাহ কাটতে না কাটতেই ঘটনার মাস্টারমাইন্ড সহ গোটা দুস্কৃতিদলকে গ্রেফতার করল পুলিশ।
উদ্ধার হয়েছে হাইজ্যাক হওয়া ট্রাকটিও। গত ৪ জানুয়ারি রাতে বাঁকুড়ার ছাতনা থানার অঙ্কিত মেটাল নামের একটি কারখানা থেকে স্পঞ্জ আয়রন বোঝাই করে একটি ট্রাক আসানসোলের দিকে যাচ্ছিল। অভিযোগ, শালতোড়া থানার ছাতাপাথরের কাছে এই ট্রাকটিকে হাইজ্যাক করে একদল দুস্কৃতি। ঘটনার খবর পেতেই বাঁকুড়া জেলার প্রতিটি সীমান্তে নাকা চেকিং জোরদার করা হয়। নাকা চেকিঙে ধরা পড়ার ভয়ে রুট বদল করে দুস্কৃতীরা। মাঝে একটি জায়গায় ট্রাক থেকে নামিয়ে ফেলা হয় বোঝাই থাকা লোহার একটি বড় অংশ। এরপর ট্রাকটিকে নিয়ে বড়জোড়া হয়ে দুর্গাপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুস্কৃতিরা।
কিন্তু বড়জোড়ার কাছে পশ্চিম বর্ধমান জেলার সীমানায় নাকা চেকিঙে ধরা পড়ার ভয়ে ট্রাকটিকে ফেলে পালিয়ে যেতে বাধ্য হয় দুস্কৃতিরা। পরে ট্রাক চালকের সহায়তায় ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় ঘটনার সঙ্গে যুক্ত জগন্নাথ ঘোষকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার মাস্টার মাইন্ড রবীন ঘোষের সন্ধান পায় পুলিশ। এরপর গোটা ঘটনার সঙ্গে যুক্ত আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি বাঁকুড়ার শালতোড়া, গঙ্গাজলঘাটি ও মেজিয়া থানা এলাকায়। হাইজ্যাক করা ট্রাকে থাকা সমস্ত লোহা উদ্ধার করা হয়েছে। লরি সহ দুস্কৃতিদের ব্যবহৃত একটি বোলেরো গাড়িও আটক করেছে পুলিশ।