দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেয়ে, অথৈ জলে পরিবার
Connect with us

বাংলার খবর

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেয়ে, অথৈ জলে পরিবার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত খুশি নন্দী। বাবা-মায়ের কাছ থেকে যেন আসতে আসতে হারিয়ে যেতে চলেছে সে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকেরদ্বারিকা গ্রামের রাজকুমার নন্দীর মেয়ে বছর ১২-এর খুশি নন্দী থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত। জন্মের পর ছয় মাস বয়স থেকেই সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী।

এদিকে হতভাগ্য বাবা রাজকুমার নন্দীর আছে বলতে সামান্য কিছু জমি। তা দিয়েই কোনও মতে সংসার চলে যায়।
এমতাবস্থায় দুরারোগ্য রোগে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য নিজের বলে যেটুকু ছিল সবই গিয়েছে আজ। এখন সম্পূর্ণ অর্থেই নিঃস্ব। তবুও এক বুক আশা নিয়ে মেয়েকে সুস্থ করে তুলতে ছুটে চলেছেন এ ডাক্তার সে ডাক্তারের কাছে। এমনকি অন্যান্য রাজ্যেও ছুটেছেন চিকিৎসার জন্য।

জানা গিয়েছে, বর্তমানে চেন্নাই অ্যাপোলো ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন খুশি। অসহায় বাবা স্বপ্ন দেখেন একদিন না একদিন মেয়ে সুস্থ হয়ে উঠে গলা জড়িয়ে ধরে বলবে এইতো বাবা আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। অসহায় পরিবার তবুও সেই দিনটার জন্যই দাঁতে দাঁত চেপে চালিয়ে যাচ্ছে লড়াই।

Advertisement

আরও পড়ুন : কোটি টাকার আর্থিক তছরূপ, শ্রীঘরে ব্যাঙ্ক ম্যানেজা

এখনও পর্যন্ত অসুস্থ মেয়েকে নিয়ে ছুটেছেন বহু ডাক্তারের কাছে, খরচও করেছেন অনেক। যেটুকু পুঁজি ছিল সব চলে গিয়েছে।দিন যতই যায় ততই তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে অসুস্থ খুশি নন্দীর শরীর। মেয়ের দিকে তাকিয়ে বাবা মার চোখে ঝরে যায় অনন্ত জলের ধারা। তাঁরা চান আর সকলের মতোই তাঁদের মেয়েও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে হাসিতে খুশিতে ভরিয়ে তুলুক ঘর। চেষ্টা তাই জারি আছে নুন আনতে পান্তা ফুরোনো পরিবারে। কিন্তু সংসার যে অচল, কোথা থেকে আসবে অর্থ!

আরও পড়ুন :  এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম জড়িয়ে গেল শিক্ষামন্ত্রীর নাম !

Advertisement

চিকিৎসকরা বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব Bone Marrow Transplant করতে হবে। এর খরঢ ২৫ লাখ টাকা। এত টাকা জোগাড় করা অসম্ভব অসহায় পরিবারের। বর্তমানে অর্থের অভাবে নিজেদের চোখের সামনে তিলে তিলে মেয়েকে শেষ হতে দেখছেন আর তা দেখেই বুক ভেঙে যাচ্ছে বাবা-মার। বাবা মায়ের আবেদন সরকার একটু পাশে দাঁড়াক। আমাদের হতভাগ্য মেয়ের জন্য।